Neeraj Chopra-Manu Bhaker: ছ’বছর ধরেই… নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনু ভাকের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 15, 2024 | 5:49 PM

Paris 2024: প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানের আগে কথা বলছিলেন নীরজ চোপড়া ও মনু ভাকের। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজ়েনরা বলতে শুরু করেন, 'লাভ বার্ডস।' নীরজ ওই ভিডিয়ো নিয়ে কিছু মন্তব্য করেননি। কিন্তু এ বার মনু ভাকের এই বিষয়ে মুখ খুলেছেন। নীরজের সঙ্গে সম্পর্ক নিয়েও জানিয়েছেন।

Neeraj Chopra-Manu Bhaker: ছবছর ধরেই... নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনু ভাকের
Neeraj Chopra-Manu Bhaker: ছ'বছর ধরেই... নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনু ভাকের

Follow Us

কলকাতা: প্যারিস অলিম্পিকে যে ভারতীয় অ্যাথলিটরা পদক জিতেছেন, তাঁদের নিয়ে আলোচনা এখনও জারি রয়েছে। সকলের মধ্যে একটু বেশিই লাইমলাইটে রয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ও মনু ভাকের (Manu Bhaker)। ভারতীয় ক্রীড়া মহলে গত কয়েকদিন ধরে ঘুরছে নীরজ ও মনুর এক ভিডিয়ো। তাঁরা প্যারিস গেমস থেকে দেশকে মোট ৩টি পদক দিয়েছেন। রুপো পেয়েছেন নীরজ আর মনুর ঝুলিতে এসেছে জোড়া ব্রোঞ্জ। তাঁদের ভিডিয়ো অবশ্য পদক ঘিরে নয়। তাঁরা আসলে প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানের আগে কথা বলছিলেন, সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজ়েনরা বলতে শুরু করেন, ‘লাভ বার্ডস।’ নীরজ ওই ভিডিয়ো নিয়ে কিছু মন্তব্য করেননি। কিন্তু এ বার মনু ভাকের এই বিষয়ে মুখ খুলেছেন। নীরজের সঙ্গে সম্পর্ক নিয়েও জানিয়েছেন।

নীরজ-মনু ঠিক যেন প্রেমিক-প্রেমিকা… এ কথা গত কয়েকদিন ধরে অনেকেই বলছেন। তাঁদের বিয়ে নিয়েও অনেকের প্রবল আগ্রহ। মনুর মায়ের সঙ্গে নীরজের কথা বলার একটি ভিডিয়োও নেটদুনিয়ায় ছড়িয়েছে। যার পর মনুর কাছে স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে নীরজের সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে। নিউজ ১৮-কে এক সাক্ষাৎকারে ভারতীয় মহিলা শুটার বলেন, ‘আমি এই বিষয়ে খুব বেশি জানি না। যখন ঘটনাটা হয়েছে আমি সেখানে ছিলাম না। কিন্তু ২০১৮ সাল থেকে আমাদের দেখা হয় ইভেন্টের সাইডলাইনে। এ ছাড়া আমাদের কথা বলার তেমন সুযোগ হয় না। আর ইভেন্ট চলাকালীন আমরা খুবই কম কথা বলি। চারিদিকে যে গুজব ছড়িয়েছে, তার কোনও সত্যতা নেই।’

মনু ভাকেরের বাবা কিষাণ ভাকেরের কাছে তাঁর মেয়ের সঙ্গে নীরজের বিয়ের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন এসেছিল। তিনি বলেন, ‘মনু এখন খুবই ছোট। এমনকি ওর বিয়ের বয়স পর্যন্ত হয়নি। আমরা ওদের বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না।’ মনুর বাবার এই কথায় কিন্তু বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জল্পনা যেন বেড়েছে আরও। কিষাণ অবশ্য বলে দিয়েছেন, ‘মনুর মা কিন্তু নীরজকে সন্তানের মতোই দেখে। যে ভাবে সারা দেশ জানতে পেরেছিল, নীরজ চোপড়া সোনা জিতেছে টোকিও গেমসে, ঠিক সে ভাবেই একদিন জেনে যাবে নীরজ বিয়ে করল।’

 

Next Article