কলকাতা: কয়েকদিন আগে প্যারিস অলিম্পিক শেষ হয়েছে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের এই সংস্করণ থেকে ভারতকে ৬টি পদক দিয়েছেন দেশের অ্যাথলিটরা। ভারতের সকলের অ্যাথলিটদের লক্ষ্য এ বার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। হাতে রয়েছে ৪টে বছর। দেশের অ্যাথলিটরা এ বার নেবে পড়বেন LA28 এর প্রস্তুতির জন্য। এ বার ভারতের অ্যাথলিটদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, নীরজ চোপড়ার মতো দেশের অলিম্পিক ক্রীড়াবিদরা এ বার চাইলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারবেন।
দেশের ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক সুযোগ সুবিধা পান। উন্নতমানের অনুশীলন পরিকাঠামো রয়েছে সেখানে। সঙ্গে কোচ, ফিজিয়োদের পরামর্শ সব সময় পাওয়া যায়। অলিম্পিকের মতো ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা যেন আরও ভালো পারফর্ম করতে পারেন, সে কথা ভেবেই হয়তো সাহায্যের হাত বাড়িয়েছে বিসিসিআই। শুধু তাই নয়। আগামী অলিম্পিকে থাকছে ক্রিকেট। সেখান থেকে ভারতের সোনা যে কার্যত নিশ্চিত, তা ধরে নিয়েছে দেশের ক্রীড়া মহল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জয় শাহ এই প্রসঙ্গে বলেন, ‘নীরজ চোপড়ার মতো অলিম্পিক খেলোয়াড়দের জন্য আমরা এনসিএতে অনুশীলনের ব্যবস্থা করছি।’ প্যারিস অলিম্পিকে যখন ভারতীয় অ্যাথলিটরা গিয়েছিলেন, সেই সময় তাঁদের আর্থিক সহায়তা করেছিল বিসিসিআই।
নর্থ-ইস্টে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সুযোগ-সুবিধা আরও বিস্তার করতে চায় বিসিসিআই। এনসিকে আরও উন্নত করার বিষয়ে জয় শাহ বলেন, ‘যখন আমি বিসিসিআই সেক্রেটারি হিসেবে নিযুক্ত হই, ২০১৯ সালের সেপ্টেম্বরে সেই সময় করোনার জন্য তিন-চার মাস সবকিছু স্তব্ধ ছিল। সেই সময় আমাদের লক্ষ্য ছিল কী ভাবে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট আয়োজন করা যায়। প্রায় ২ বছরের জন্য বিসিসিআই অফিস বন্ধ ছিল। এর পর দ্বিতীয় মেয়াদের সময় আমরা এই কাজগুলি করার সিদ্ধান্ত নিই। নর্থ-ইস্টে ক্রিকেটের ব্যবস্থা উন্নত করার কাজ করি।’