কলকাতা: বিশ্ব ক্রিকেটে ভারতীয় টিমের জুড়ি মেলা ভার। টিম ইন্ডিয়াকে বেশ শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করে অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। টেস্টে ভারতের পারফরম্যান্স এখন বেশ ধারালো। কিন্তু ক্রিকেট মহলে অনেক সময় কথা হয়, ভারতে কেন গোলাপি বলে টেস্ট হয় না। এ বছরের অস্ট্রেলিয়া সফরে গিয়ে পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) খেলবেন বিরাট-রোহিতরা। এর আগে ভারত দেশ-বিদেশ মিলিয়ে মোট ৩টি দিনরাতের টেস্ট খেলেছে। সম্প্রতি বোর্ড সচিব জয় শাহকে (Jay Shah) এই নিয়ে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি কী বলেছেন?
ভারতের মাটিতে এখনও অবধি মাত্র দুটি দিন-রাতের টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর আগে শেষ বার ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট টিম। ভারতের মাটিতে কেন পিঙ্ক বল টেস্ট হচ্ছে না? বোর্ড সচিব এ বিষয়ে জানিয়েছেন, দু’দিনের মধ্যেই ম্যাচ শেষ হওয়ায় নানা দিক থেকেই ক্ষতি।
জয় শাহর কথায়, ‘ভারতে পিঙ্ক বলের টেস্ট দুই দিনেই শেষ হয়ে যায়। যার ফলে দর্শকদের ও সম্প্রচারকারী চ্যানেলের অনেক টাকা নষ্ট হয়। তাঁদের আবেগের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ক্রিকেট প্রেমী হিসেবে আপনি যদি ৫ দিনের ম্যাচের টিকিট কাটেন এবং দু’তিন দিনে খেলা যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে টাকা ফেরতের ব্যবস্থাও নেই। তাই এই ব্যাপারে আমি কিছুটা আবেগপ্রবণ।’
লাল বলের টেস্টও অনেক সময় ২ দিনে শেষ হয়েছে। সেই প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘এখন তো সেটা হচ্ছে না। যদি প্রতিপক্ষ খারাপ খেলে, আমরা কী করতে পারি? যদি আমাদের ছেলেরা ভালো খেলে, আমি তো তাঁদের বলতে পারি না, খেলা আরও বেশি সময় ধরে চালিয়ে যাও।’