AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi Event in Kolkata: মেসির উপস্থিতিতে চরম বিশৃঙ্খলা, এবার মুখ খুললেন অরূপ

Messi in Kolkata: শনিবারের অনুষ্ঠানকে ঘিরে ফুটবলপ্রেমী বাঙালির উন্মাদনা ছিল তুঙ্গে। রাতের ঘুম শেষ না করেই ভোরবেলা হাজির হয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। যাঁকে দেখার জন্য এত উৎসাহ, তাঁকেই দেখা হল না! এমন পরিস্থিতিতে পুলিশ, রাজ্য প্রশাসন থেকে উদ্যোক্তা- সবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Messi Event in Kolkata: মেসির উপস্থিতিতে চরম বিশৃঙ্খলা, এবার মুখ খুললেন অরূপ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 13, 2025 | 6:15 PM
Share

কলকাতা: যুবভারতীর বিশৃঙ্খল পরিস্থিতি কোনও রকমে আয়ত্তে এনেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। অব্যবস্থা নিয়ে প্রশাসক ও শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। এমনকী রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতার করার দাবি জানিয়েছে সিপিএম। ঘটনার কয়েক ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন অরূপ বিশ্বাস।

শনিবার সকাল ১১টার কিছু পর যুবভারতীতে পৌঁছন ‘ফুটবলের ভগবান’ লিওনেল মেসি। যেমন কথা ছিল, সেভাবেই মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন তিনি। পাশে ছিলেন আরও অনেকে। ঠিক সেই সময় দর্শকাসন থেকে বোতল ছোড় শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে মাঠ থেকে মেসিকে বের করে নিয়ে যেতে হয়। সময়ের অনেক আগেই বেরিয়ে যান মেসি। কার্যত দর্শকরা মেসিকেই দেখতে পাননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, চলে ভাঙচুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান।

এই ঘটনার কয়েক ঘণ্টা পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।” এ কথা বলেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।

উল্লেখ্য, পুরো ঘটনার তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। থাকছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব।

এদিকে, বিরোধীরা রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “সবার টিকিটের দাম ফেরাতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ করতে হবে।” তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁরও দাবি, অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে।

মেসিকে কলকাতায় এনে 'হিরো' নয়, হলেন 'খলনায়ক', গ্রেফতার উদ্যোক্তা শতদ্রু
মেসিকে কলকাতায় এনে 'হিরো' নয়, হলেন 'খলনায়ক', গ্রেফতার উদ্যোক্তা শতদ্রু
কলকাতায় বিশৃঙ্খলা, পণ্ড হয়ে গেল মেসির ভারত-সফর?
কলকাতায় বিশৃঙ্খলা, পণ্ড হয়ে গেল মেসির ভারত-সফর?
ক্ষোভ যেন কমছেই না, কী বলছেন মেসিকে দেখতে আসা ভক্তরা?
ক্ষোভ যেন কমছেই না, কী বলছেন মেসিকে দেখতে আসা ভক্তরা?
যুবভারতীর বিশৃঙ্খলার জন্য কাকে দায়ী করলেন কুণাল ঘোষ?
যুবভারতীর বিশৃঙ্খলার জন্য কাকে দায়ী করলেন কুণাল ঘোষ?
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?