Paris Olympics 2024: নীরজের লক্ষ্য সোনা, অ্যাথলেটিক্স থেকে যে ২৮ জন যাচ্ছেন প্যারিসে, রইল তালিকা

এ বার গ্রেটেস্ট শো অন দ্য আর্থের জন্য ২৮ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স টিম ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। এএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসগামী অ্যাথলেটিক্স টিমে রয়েছেন ১৭জন পুরুষ ও ১১ জন মহিলা অ্যাথলিট।

Paris Olympics 2024: নীরজের লক্ষ্য সোনা, অ্যাথলেটিক্স থেকে যে ২৮ জন যাচ্ছেন প্যারিসে, রইল তালিকা
Paris Olympics 2024: নীরজের লক্ষ্য সোনা, অ্যাথলেটিক্স থেকে যে ২৮ জন যাচ্ছেন প্যারিসে, রইল তালিকা
Follow Us:
| Updated on: Jul 05, 2024 | 7:33 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। চলতি জুলাইয়ে শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। টুর্নামেন্টের শুভ সূচনা ২৬ জুলাই। এ বার গ্রেটেস্ট শো অন দ্য আর্থের জন্য ২৮ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স টিম ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। এএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসগামী অ্যাথলেটিক্স টিমে রয়েছেন ১৭জন পুরুষ ও ১১ জন মহিলা অ্যাথলিট। সোনার ছেলে নীরজ চোপড়ার এ বারও অলিম্পিকে লক্ষ্য সোনা। তাঁর পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে কোন অ্যাথলিটরা সোনা-রুপো-ব্রোঞ্জ ফলান, সেটাই দেখার অপেক্ষা।

এক ঝলকে দেখে নিন কোন কোন ভারতীয় অ্যাথলিট অ্যাথলেটিক্স বিভাগ থেকে প্যারিস অলিম্পিকে অংশ নিতে চলেছেন।

১. নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রো

২. অবিনাশ সাবলে – পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ

৩. কিশোর জেনা – পুরুষদের জ্যাভলিন থ্রো

৪. তেজিন্দর সিং পাল তুর – পুরুষদের শট পাট

৫. প্রবীন চিত্রভেল – পুরুষদের ট্রিপল জাম্প

৬. আবদুল্লা আবুবাকের – পুরুষদের ট্রিপল জাম্প

৭. সর্ভেশ কুশারে – পুরুষদের হাই জাম্প

৮. আকাশদীপ সিং – পুরুষদের ২০ কিমি রেস ওয়াক

৯. বিকাশ সিং – পুরুষদের রেস ওয়াক

১০. পরমজিৎ সিং বিস্ত – পুরুষদের ২০ কিমি রেস ওয়াক

১১. মহম্মদ আনস – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১২. মহম্মদ আজমল – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৩. আমোজ জ্যাকব – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৪. সন্তোষ কুমার তামিলারাসন – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৫. রাজেশ রমেশ – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৬. মিজো চাচকো কুরিয়ান – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৭. সূরষ পানওয়ার – রেস ওয়াক মিক্সড ম্যারাথান

১৮. কিরণ পাহাল – মহিলাদের ৪০০ মিটার

১৯. পারুল চৌধুরি – মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ও ৫ হাজার মিটার

২০. জ্যোতি ইয়ারারজি – মহিলাদের ১০০ মিটার হার্ডলস

২১. অন্নু রানি – মহিলাদের জ্যাভলিন থ্রো

২২. আভা খাতুয়া – মহিলাদের শট পাট

২৩. জ্যোথিকা শ্রী ডান্ডি – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৪. শুভা ভেঙ্কটেসন – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৫. বিথ্যা রামরাজ – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৬. এমআর পোভাম্মা – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৭. প্রাচী – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৮. প্রিয়াঙ্কা গোস্বামী – মহিলাদের ২০ কিমি রেস ওয়াক এবং রেস ওয়াক মিক্সড ম্যারাথন