ডোপে ধৃত কুস্তিগির সুমিত, মুখ পুড়ল ভারতের
সুমিত মালিকের আরেকটি নমুনার রিপোর্ট পজিটিভ এলে ফের নির্বাসনের মুখে পড়বেন তিনি।
নয়াদিল্লি: অলিম্পিকে (Olympics) নামার আগেই খারাপ খবর ভারতীয় আকাশে। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় কুস্তিগির (Indian wrestler) সুমিত মালিক (Sumit Malik) ডোপ টেস্টে (dope test) ধরা পড়লেন।
ডোপ টেস্টে ধরা পড়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling) আপাতত সাসপেন্ড করেছে সুমিত মালিককে। তাঁর একটি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আরেকটি নমুনার রিপোর্ট এখনও বাকি। টোকিও অলিম্পিকে ১২৫ কেজি ক্যাটেগরিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ভারতীয় কুস্তি ফেডারেশন (Indian Wrestling Federation) জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানত না। সুমিত মালিকের আরেকটি নমুনার রিপোর্ট পজিটিভ এলে ফের নির্বাসনের মুখে পড়বেন তিনি।
টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ৮ কুস্তিগির প্রতিনিধিত্ব করবেন। ২৩ জুলাই থেকে শুরু অলিম্পিক।
আরও পড়ুন: মারাদোনার মূর্তি উন্মোচন, মেসিদের জার্সিতেও ‘ঈশ্বর’কে বিশেষ শ্রদ্ধা