গুরুগ্রাম: ক্রীড়াজগতের দুই অতিপরিচিত নাম মারিয়া শারাপোভা (Maria Sharapova) ও মাইকেল শুমাখার (Michael Schumacher)। একজনের ব়্যাকেট কথা বলে তো, একজনের গতি গোটা দুনিয়াকে চকিতে অবাক করে দেয়। প্রাক্তন রাশিয়ান টেনিস তারকা শারাপোভা অনেক টেনিস প্লেয়ারের কাছে আইডল। তেমনই ফর্মুলা ওয়ানের দুনিয়ায় মাইকেল শুমাখার এক আলাদা উদাহরণ তৈরি করেছেন। নিজ নিজ ক্রীড়াক্ষেত্রে দু’জনই রয়েছেন খ্যাতির শিখরে। কিন্তু এ বার এই দুই ক্রীড়াবিদের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। তাও আবার ভারতে। দিল্লির এক মহিলা শারাপোভা ও শুমাখারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
নয়াদিল্লির ছাত্তারপুরের মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়াল দাবি করেছেন, গুরুগ্রামের ৭৩ সেক্টরে তিনি একটি আবাসন প্রকল্পে অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। ২০১৬ সালের মধ্যে সেই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আদতে সেই প্রকল্প নাকি শুরুই হয়নি। মারিয়া শারাপোভার নামে ওই আবাসন প্রকল্পটি হওয়ার কথা ছিল। সেখানে একটি টাওয়ারের নাম দেওয়া হয়েছিল মাইকেল শুমাখার। তবে সেই প্রকল্প এখনও নাকি শুরু হয়নি, এমনই অভিযোগ দায়ের করেছেন দিল্লির ওই মহিলা। আদালত এই রায়ের অভিযোগের ভিত্তিতে শারাপোভা ও শুমাখারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গুরুগ্রাম পুলিশ।
ওই মহিলা জানান, যে ক্রীড়া জগতের এই দুই সেলিব্রিটি এই আবাসন প্রকল্পের সঙ্গে একসময় যুক্ত ছিলেন। এবং তাঁরা এটির প্রচারও করেছিলেন। ফলে তার মতে, তাঁরাও এই প্রতারণার সঙ্গে জড়িত। এর আগে, শেফালি গুরুগ্রামের আদালতে রিয়েলটেক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অন্য ডেভেলপার, শারাপোভা এবং শুমাখারের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকার প্রতারণা করার জন্য অভিযোগ দায়ের করেছিলেন।
শারাপোভা ও শুমাখারের বিরুদ্ধে যে অভিযোগপত্র দায়ের করেছেন ওই মহিলা, তাতে তিনি বলেছেন, “আমরা বিজ্ঞাপনের মাধ্যমে ওই প্রকল্পের বিষয়ে জানতে পেরেছিলাম। প্রকল্পের ছবি দেখে আমরা ডেভেলপারের সঙ্গে যোগাযোগও করেছিলাম। এই প্রকল্পের জন্য আমাদের প্রচুর ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়া প্রচারপত্রে উল্লেখও করা হয়েছিল যে উনি (শারাপোভা) আবাসন প্রকল্পের প্রচার করেছেন। তিনি ক্রেতাদের সঙ্গে ডিনার পার্টিতেও যোগ দিয়েছিলেন। জানতাম তিনি পুরোটাই এই প্রকল্পের জন্য করেছিলেন। কিন্তু সবটাই হয়েছে যে প্রকল্পটা কোনওদিন শুরুই হয়নি।”
দিল্লিবাসী ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বাদশাহপুর থানায় শারপোভা এবং শুমাখারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪০৬ (বিশ্বাসভঙ্গ এবং ৪২০ (জালিয়াতি) ধারায় মামলা রুজু করা হয়েছে। বাদশাহপুর থানার এসএইচও দিনাকর বলেন, “আদালতের রায়ের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই ব্যাপারটার তদন্তও চলছে।”
আরও পড়ুন: IPL 2022: মরসুম শুরুর আগে ক্যাপ্টেন মায়াঙ্কের প্রশংসায় গব্বর
আরও পড়ুন: বিতর্ক ঘনাচ্ছে করাচি টেস্ট ঘিরে, ওড়াচ্ছেন বাবর