লন্ডন: জন্মদিনটা মোটেও ভালো কাটল না ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়ালের (Saina Nehwal)। আজ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে অল ইংল্যান্ড ওপেনের (All England Open) দ্বিতীয় রাউন্ডে নেমেছিলেন সাইনা। তবে সেই ম্যাচের ফল সাইনার পক্ষ্যে গেল না। তবে সাইনা হতাশ করলেও লক্ষ্য সেন (Lakshya Sen) উঠলেন পরের রাউন্ডে। বদলার ম্যাচে সাইনার প্রাপ্তি একরাশ হতাশা। গত বার এই টুর্নামেন্টেই শেষ বার সাইনাকে হারিয়েছিলেন জাপানি শাটলার আকানে ইয়ামাগুচি। আজ তাঁর বিরুদ্ধে ম্যাচটা জিতে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল সাইনার সামনে। কিন্তু তা আর হল না। উল্টে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হল সাইনাকে।
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্ট্রেট গেমে জিতলেও, দ্বিতীয় ম্যাচেই আবার হারের মুখ দেখতে হল ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়ালকে। জাপানি তারকা শাটলার আকানে ইয়ামাগুচির কাছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর প্লেয়ার।
ম্যাচের শুরু থেকেই সাইনার ওপর চাপ ধরে রেখেছিলেন জাপানি তারকা। প্রথম গেমটা ২১-১৪ ব্যবধানে জেতেন ইয়ামাগুচি। দ্বিতীয় গেমেই ঘুরে দাঁড়ান ভারতীয় তারকা সাইনা। ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেমটা জিতেও নেন সাইনা। কিন্তু তৃতীয় গেমে গিয়েই খেই হারিয়ে ফেলেন সাইনা। এবং শেষ পর্যন্ত ১৭-২১ ব্যবধানে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
ইন্ডিয়ান ওপেনজয়ী এবং জার্মান ওপেনের রানার্স আপ লক্ষ্য সেন বিশ্বের ৩ নম্বর প্লেয়ার ডেনমার্কের আন্দ্রেস অ্যান্টোনসেনের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন। প্রথম বার মুখোমুখি হলেও তাতেই স্ট্রেট গেমে আন্দ্রেসকে হারিয়ে চমক দেখালেন বিশ্বের ১১ নম্বর লক্ষ্য। প্রথম গেমে ২১-১৬ তে জেতেন লক্ষ্য। দ্বিতীয় গেমে শুরুর দিকে হাল ধরার চেষ্টা করেন ড্যানিশ শাটলার। কিন্তু তাতেও বাজিমাত করেন ভারতের লক্ষ্য। ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন তিনি।
Another week another SENsational win ??@lakshya_sen continued his brilliant run in 2022 as he defeated 3rd seed & WR- 3 ??'s Anders Antonsen 21-16, 21-18 in R16 at #AllEngland2022 and reached QF ?#IndiaontheRise#Badminton pic.twitter.com/AVqQeVI7JI
— BAI Media (@BAI_Media) March 17, 2022
Rising star Lakshya Sen ?? continues his rock-solid run in Birmingham!
Follow live action: https://t.co/TjoFnU4PnB@HSBC_Sport#BWFWorldTour #AllEngland2022 pic.twitter.com/PJGp1DkfLM
— BWF (@bwfmedia) March 17, 2022
আরও পড়ুন: IPL 2022: চাপহীন বিরাট কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে, কে সতর্ক করছেন আইপিএল টিমগুলোকে?
আরও পড়ুন: IPL 2022: জো’বার্গ থেকে মুম্বই আসতে আসতে কী করলেন বেবি এবি জানেন?
আরও পড়ুন: IPL 2022: মাহেলার মুম্বইয়ে না গিয়ে রাজস্থানে কেন মালিঙ্গা, জানালেন সঙ্গাকারা