বিতর্ক ঘনাচ্ছে করাচি টেস্ট ঘিরে, ওড়াচ্ছেন বাবর

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টও ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্টের ফলও তাই। তবে টেস্ট সিরিজের গতি-প্রকৃতি যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার পাক সফর আর বাবর আজমের দুরন্ত ফর্ম নিয়েই যত আলোচনা।

বিতর্ক ঘনাচ্ছে করাচি টেস্ট ঘিরে, ওড়াচ্ছেন বাবর
বিতর্ক ঘনাচ্ছে করাচি টেস্ট ঘিরে, ওড়াচ্ছেন বাবর Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 3:11 PM

করাচি: জেতার জন্য দরকার ছিল ৫০৬। রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪৪৩-৭-এ থামল তাঁর টিম। বিপক্ষের ধারালো বোলিংয়ের সামনে ক্যাপ্টেন নিজেই লড়লেন। ১৯৬ রানের ইনিংসটা না খেললে হয়তো চাপে পড়ে যেত টিম। শেষ পর্যন্ত পাকিস্তান (Pakistan) দ্বিতীয় টেস্ট ড্র করল অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। আর পাক অধিনায়ক বাবর আজম বলে দিলেন, কেরিয়ারের সেরা ইনিংস খেললেন তিনি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টও ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্টের ফলও তাই। তবে টেস্ট সিরিজের গতি-প্রকৃতি যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার পাক সফর আর বাবর আজমের দুরন্ত ফর্ম নিয়েই যত আলোচনা। টিমের যখন দরকার পড়ে, তখনই ঝলসে ওঠে তাঁর ব্যাট। অজি টিমের বিরুদ্ধেও তার অন্যথা হচ্ছে না। তাঁর পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন মহম্মদ রিজওয়ানও।

ম্য়াচের পর বাবর বলেছেন, ‘আমার তো মনে হয়, টিমকেই কৃতিত্ব দিতে হবে। পুরো টিমের যেমন আত্মবিশ্বাস ভরপুর, তেমনই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে জানে। বিশেষ করে প্রথম ইনিংসে খারাপ ব্যাটিংয়ের পরও কিন্তু টিম ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল। আর আমার ইনিংস কেরিয়ারের সেরাগুলোর অন্যতম। টিমকে ড্রয়ে পৌঁছে দিতে পেরে সত্যিই ভালো লাগছে।’

বাবরের হাতে পড়ার পর থেকে যেন পাকিস্তান অনেকটাই পাল্টে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চমৎকার পারফর্ম করেছিল তারা। অন্য ফর্ম্যাটগুলোতেও সেরাটাই দিচ্ছে। বাবরের মুখে কিন্তু কিপার রিজওয়ানের প্রশংসা। ‘সেকেন্ড ইনিংসে টিমের সবাই ১০০ শতাংশ দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। সেটা যে দিতে পারব আমরা, এই বিশ্বাস ছিল সবার মধ্যে। এই কারণেই আমরা এক-একটা সেশন ধরে খেলতে চেয়েছিলাম। টিমের জন্য যখনই আমি বড় রান করি, আমার কাছে সেটার গুরুত্ব বেশি থাকে। একই সঙ্গে বলতে হবে রিজওয়ানের কথাও। ওর সেঞ্চুরিটাও কিন্তু টিমের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

রাওয়ালপিন্ডির পর করাচির পিচ নিয়েও বিতর্ক কম হচ্ছে না। যদিও তা মানছেন না বাবর। পাক অধিনায়কের কথায়, ‘করাচিতে সাধারণত রিভার্স সুইং পাওয়া যায়। অস্ট্রেলিয়ান বোলাররা তৃতীয় দিনে সেটা কিন্তু পাচ্ছিল। আমরা বাজে কিছু উইকেট হারিয়েছি। শুধু তাই নয়, স্পিনাররাও টার্ন পাচ্ছিল। টেস্ট ক্রিকেট কিন্তু কঠিন একটা বস্তু। এই পিচে ব্যাট করা সহজ ছিল না।’

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের নতুন নিয়মের তীব্র সমালোচনা করলেন কোন বিদেশি ক্রিকেটার?

আরও পড়ুন: মার্শের শেষকৃত্যে বন্ধুকে ভালোবাসায় ভরিয়ে দিলেন লিলি

আরও পড়ুন: IPL 2022: পৃথ্বীর জন্য কি বড় মাসুল গুনতে হবে পন্থের দিল্লিকে?