PT Usha : কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচনে লড়বেন পিটি উষা
কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচনে লড়বেন দেশের ট্র্য়াক অ্যান্ড ফিল্ডের রানি পিটি উষা।
নয়াদিল্লি : ক্রীড়া প্রশাসনে আরও একধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন পিটি উষা (PT Usha)। আগামী নভেম্বর মাসে কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচন। যেখানে ভারতের মুখ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা। কমনওয়েলথ গেমস ফেডারেশনেরভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের (CGF) পক্ষ থেকে শর্টলিস্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এবং স্পোর্টস কমিটি মেম্বার্সের পদে নির্বাচন হবে। ভাইস প্রেসিডেন্ট পদে পিটি উষার সঙ্গে লড়বেন কুক আইল্যান্ডের হিউ গ্রাহাম, দক্ষিণ আফ্রিকার বেরি হেনড্রিকস, বার্বাডোজের স্যান্ড্র্যা ওসবর্ন, কানাডার রিচার্ড পাওয়ার্স, স্কটল্যান্ডের ইয়ান রেইড এবং উগান্ডার ড. ডোনাল্ড রুকারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গতবছর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হন পিটি উষা। কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচনে মোট দুটি পদে লড়বেন তিনি। রিজিওয়াল ভাইস প্রেসিডেন্ট পদে দৌড়ে উষা ছাড়াও রয়েছেন আমেরিকার জুডি সিমন্স (বারমুডা), সিঙ্গাপুরের ক্রিস্টোফার চান (সিঙ্গাপুর), ক্যারিবিয়ান থেকে এফ্রেম পেন (ব্রিটিশ দ্বীপ সমূহ), ইউরোপ থেকে লুইস মেকি (ইংল্যান্ড), হেলেন ফিলিপস (ওয়েলস), ওশিয়ানিয়া থেকে ক্রেগ ফিলিপস (অস্ট্রেলিয়া)।
সিঙ্গাপুরে ১৪ এবং ১৫ নভেম্বর কমনওয়েলথ গেমস ফেডারেশনের সাধারণ সভায় নির্বাচন হবে। প্রথম দিন রিজিওয়াল ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে। সেদিনই স্পোর্টস কমিটি মেম্বার্সের পদে নির্বাচন হওয়ার কথা। পরদিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে। সভাপতি পদের দৌড়ে রয়েছেন ওয়েলসের ক্রিস জেনকিন্স এবং নিউজিল্যান্ডের ক্যারেন স্মিথ।