Hockey Stadium in Darjeeling : পাহাড়ে হকি স্টেডিয়াম, ভরত ছেত্রী অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
শুধু দার্জিলিং নয় গোটা উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম হতে চলেছে এটি। স্টেডিয়ামের পাশাপাশি অ্যাকাডেমি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দার্জিলিং : পাহাড়ের কোলে তৈরি হতে চলেছে হকি স্টেডিয়াম (Hockey Stadium)। এই প্রথম বার দার্জিলিংয়ে কোনও হকি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হল। বুধবার কালেবুং থেকে ১৬ মাইল দূরে হকি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপা। শুধু দার্জিলিং নয় গোটা উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম হতে চলেছে এটি। স্টেডিয়ামের পাশাপাশি অ্যাকাডেমি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যার নামকরণ করা হবে ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রীর নামে। স্টেডিয়ামের নির্মাণ উদ্যোগের পুরোভাগে রয়েছেন তিনি। পাহাড়ে প্রথম হকি স্টেডিয়াম তৈরির জন্য জমিও দিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জিটিএ প্রধান অনিত থাপা বলেন, “যে হকি স্টেডিয়ামটি তৈরি করা হবে তা শুধু জিটিএ অঞ্চলেই নয়, উত্তরবঙ্গেও প্রথম। এখানে যে হকি অ্যাকাডেমি তৈরি হবে তা গোর্খা গৌরব ভারত ছেত্রীর নামে চলবে। এই অ্যাকাডেমির নাম হবে ‘ভরত ছেত্রী হকি অ্যাকাডেমি। তিনি আরও বলেন, ‘এখানকার ছেলেমেয়েরা হকি নিয়ে বেশ উৎসাহী। অথচ খেলার জন্য মাঠ নেই। আপনারা জানেন যে কালেবুং থেকে ভারতীয় দলের হকি ক্যাপ্টেন ছিলেন ভরত ছেত্রী। তিনি স্টেডিয়াম তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন, নিজের জমি দিয়েছেন। কোচিং করানোর আগ্রহ রয়েছে তাঁর। আশা করি ৮-৯ মাসের মধ্যে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।’
এই স্টেডিয়াম তৈরি হলে হকি নিয়ে উৎসাহী দার্জিলিংয়ের ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য় দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না। স্টেডিয়ামটি তৈরি হতে কমপক্ষে ৮-৯ মাস সময় লাগবে। প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী থাকবেন অ্যাকাডেমির প্রশিক্ষকের ভূমিকায়।