Lakshya Sen: সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন অল ইংল্যান্ডে রুপোজয়ী লক্ষ্য সেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 21, 2022 | 4:51 PM

অল ইংল্যান্ড ওপেনের রানার্স আপ লক্ষ্য সরে দাঁড়ালেন সুইস ওপেন থেকে।

Lakshya Sen: সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন অল ইংল্যান্ডে রুপোজয়ী লক্ষ্য সেন
Lakshya Sen: সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন অল ইংল্যান্ডে রুপোজয়ী লক্ষ্য সেন
Image Credit source: BWF Website

Follow Us

বাসেল: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের (All England Open) ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের (Viktor Axelsen) কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট হতে হয়েছে ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen)। এই টুর্নামেন্টের ঠিক আগেই জার্মান ওপেনেও রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল বছর ২০-র এই ভারতীয় শাটলারকে। পরপর টুর্নামেন্ট খেলার ধকল সামলানোর জন্য লক্ষ্য সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন সুইস ওপেনে (Swiss Open) তিনি খেলবেন না। এই মুহূর্তে তাঁর বিশ্রামের প্রয়োজন। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্য। এমনটাই জানিয়েছেন তাঁর মেন্টর বিমল কুমার।

আজ, সোমবার লক্ষ্য সেন আসন্ন সুইস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল (২২ মার্চ) থেকে শুরু হতে চলেছে সুইস ওপেন। লক্ষ্য সেনের মেন্টর বিমল কুমার বলেন, “ও ক্লান্ত বোধ করছে বলে সুইস ওপেন খেলবে না। ও ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে এই খবর জানিয়েছে। তাই ও এ বার ব্যাঙ্গালোরে ফিরে আসবে, ৭-১০ দিন বিশ্রাম নেবে এবং তারপর কোরিয়ান ওপেনে যাবে।” উল্লেখ্য সুইস ওপেনে লক্ষ্যর প্রথম ম্যাচে ভারতের সমীর ভর্মার বিরুদ্ধে খেলার কথা ছিল।

গত ছয় মাস ধরে লক্ষ্যর যে উত্থান হয়েছে, তা ব্যাডমিন্টন বিশ্ব মনে রাখবে, একথা অস্বীকার করার উপায় নেই। বিশ্ব মিট, ইন্ডিয়ান ওপেন, জার্মান ওপেনের পর অল ইংল্যান্ড ওপেনে পর পর খেলে গেলেন লক্ষ্য। গত দু’সপ্তাহে পর পর জার্মান ওপেন ও অল ইংল্যান্ড ওপেনের ফাইনালেও উঠেছিলেন লক্ষ্য। পরপর একাধিক টুর্নামেন্টে খেলার ধকল কাটানোর জন্য সাময়িক বিরতির অবশ্যই প্রয়োজন।

গত বছর ডিসেম্বর মাসে প্রথম বার বিশ্বমিটে নেমেই পদক পেয়েছিলেন লক্ষ্য। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতেরই অপর এক তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্তের কাছে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট হতে হয়েছিল লক্ষ্যকে। সেই টুর্নামেন্টের পরও কিছুদিনের বিশ্রাম নিয়েছিলেন লক্ষ্য।

আরও পড়ুন: Lakshya Sen: খেতাব হাতছাড়া করে হতাশ লক্ষ্য স্বীকার করলেন নিজের ভুল

আরও পড়ুন: IPL 2022: বাবল-জীবন তীব্র চাপে ফেলে দিয়েছিল লোকেশ রাহুলকে

আরও পড়ুন: Rafael Nadal: রাফার বিজয়রথ থামালেন টেলর ফ্রিটজ

Next Article