বেলগ্রেড: বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic) করোনার (COVID-19) প্রতিষেধক নিয়েছেন কিনা, তা এখনও প্রকাশ্যে বলেননি। এ বিষয়ে যতবার প্রশ্ন উঠেছে, ততবার তিনি বলেছেন, এটা তাঁর অত্যন্ত ব্যক্তিগত বিষয়। এই পরিস্থিতিতে, সার্বিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ান ওপেনের আগে হতে চলা টুর্নামেন্ট এটিপি কাপে (ATP Cup) খেলবেন না জোকার। তাঁর দলের এক সদস্য এমনটাই জানিয়েছেন।
জোকারের দলের এক সদস্য সার্বিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, “এটি ৯৯ শতাংশ নিশ্চিত যে, নোভাক এটিপি কাপে অংশ নেবে না। ও এখানে (বেলগ্রেড) ট্রেনিং নিচ্ছে। কিন্তু ও ঠিক করেছে এই টুর্নামেন্টে নামবে না।”
অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আগে এটিপি কাপে খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেতেন জকোভিচ। কিন্তু, তিনি আসন্ন এটিপি কাপে খেলবেন না। ফলে, অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর উপস্থিতি নিয়ে, ফের একবার সংশয় তৈরি হল। যদিও তাঁকে রেখেই টুর্নামেন্টের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। ১-৯ জানুয়ারি পর্যন্ত হবে এটিপি কাপ। এবং এর পর ১৭ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক কর্তৃপক্ষরা জানিয়েছে, রাশিয়ার কত জন টেনিস প্লেয়ার আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, রাশিয়ার করোনা প্রতিষেধক স্পুটনিক ভি-কে স্বীকৃতি দেয়নি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক। ফলে, রাশিয়ার যে টেনিস প্লেয়াররা স্পুটনিক টিকার নিয়েছেন, তাঁরা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন: India Tour of South Africa: পাঁচ নম্বরে কে রাহানে নাকি শ্রেয়স? কী বললেন দ্রাবিড়?
আরও পড়ুন: Australian Open: নাদাল আছেন, জোকারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা