Indonesia Open: দুরন্ত ফর্মের সিন্ধু ইন্দোনেশিয়া ওপেনের সেমিতে

সেমিফাইনালে ভারতীয় শাটলারের প্রতিপক্ষ হতে পারেন জাপানের আসুকা তাকাহাসি কিংবা থাইল্যান্ডের রাতচানোক ইন্তানন। সিন্ধু যা ফর্মে আছেন, আসুকা, রাতচানোক তাঁর মুখে নামার আগে বেশ চাপে থাকবেন।

Indonesia Open: দুরন্ত ফর্মের সিন্ধু ইন্দোনেশিয়া ওপেনের সেমিতে
ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2021 | 3:51 PM

জাকার্তা: হার এক রকম শিক্ষা। যদি হার থেকে শিক্ষা নেওয়া যায়, তা হলে পরের ভুলগুলো মুছে ফেলা যায়। পিভি সিন্ধুর (PV Sindhu) ক্ষেত্রে এই কথা এখন স্বাচ্ছন্দে বলা যায়। অলিম্পিকের পর কোর্টে ফিরে সাফল্য পাচ্ছিলেন না। ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলোতে কেন চ্যাম্পিয়ন হতে পারছেন না, তা নিয়ে কথা উঠছিল। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছেন অলিম্পিক দু’বার পদক পাওয়া ভারতীয় শাটলার। ইন্দোনেশিয়া ওপেনের ( Indonesia Open) সেমিফাইনালে উঠলেন তিনি।

সবচেয়ে বড় কথা হল, শেষ ষোলোতে যেমন, কোয়ার্টার ফাইনালেও তেমন তিন গেমের ম্যাচ জিতলেন। হায়দরাবাদি শাটলারের ফিটনেস নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। স্ট্রেট গেমে বিপক্ষকে হারাতে পারলে সাফল্য পান। কিন্তু ম্যাচ যদি তৃতীয় গেমের দিকে এগোয়, তা হলে সিন্ধুর হারই বেশি দেখতে পাওয়া যায়। অলিম্পিকের পর ফিটনেস নিয়ে যে বেশ কাজ করেছেন, ইন্দোনেশিয়া ওপেনে তা দেখা যাচ্ছে।

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার সিম ইওজিনের বিরুদ্ধে ১ ঘণ্টা ৬ মিনিটের ম্যাচে জিতলেন সিন্ধু। প্রথম গেমে হেরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান। বিপক্ষ যতই গতিশীল হোন না কেন, সিন্ধু ধৈর্য হারাননি। ২১-১৯ জিতে নেন। পরের গেমটা ২১-১৪ ছিনিয়ে নিয়েছেন। তৃতীয় গেমটা অবশ্য বেশ কঠিন ছিল। একটা সময় কোরিয়ান শাটলার সিম প্রবল ভাবে ছিলেন খেলায়। ১১-১১ ছিল তখন স্কোর। সেখান থেকে সিন্ধু দারুণ ভাবে ঘুরে দাঁড়ান।

সেমিফাইনালে ভারতীয় শাটলারের প্রতিপক্ষ হতে পারেন জাপানের আসুকা তাকাহাসি কিংবা থাইল্যান্ডের রাতচানোক ইন্তানন। সিন্ধু যা ফর্মে আছেন, আসুকা, রাতচানোক তাঁর মুখে নামার আগে বেশ চাপে থাকবেন।