Chess : মহিলা বিভাগে অংশ নিতে পারবেন না রূপান্তরকামীরা! জানাল FIDE
বিশ্বের শীর্ষ দাবা সংস্থা জানিয়েছে, রূপান্তরকামী মহিলাদের প্রতিযোগিতার মহিলা বিভাগে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না!
লসেন : রূপান্তরকামী মহিলা দাবাড়ুরা FIDE-র প্রতিযোগিতার মহিলা বিভাগে অংশ নিতে পারবেন না। এমনই নিয়ম করা হয়েছে বিশ্ব দাবা সংস্থার পক্ষ থেকে। তবে রূপান্তরকামীর লিঙ্গ সম্পর্কে নিশ্চিত হতে পারলে প্রতিযোগিতায় অংশ নিতে বাধা থাকবে না। FIDE জানিয়েছে, দাবা সংস্থা ও তার সদস্য ফেডারেশনগুলির কাছে এমন খেলোয়াড়দের কাছ থেকে স্বীকৃতির অনুরোধ পেয়েছে যাঁরা রূপান্তরকামী। তাঁদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নির্ভর করবে পৃথকভাবে বিশ্লেষণের উপর। এতে দুই বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সিদ্ধান্তে ট্রান্সজেন্ডার সাপোর্টার গ্রুপগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক দাবা সংস্থা বা FIDE। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ফেডারেশন বলেছে, “লিঙ্গ পরিবর্তন হল এমন একটি পরিবর্তন যা একজন খেলোয়াড়ের স্থিতি এবং টুর্নামেন্টে ভবিষ্যৎ যোগ্যতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। তাই লিঙ্গ পরিবর্তনের প্রমাণ থাকলে তবেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে।। যদি কোনও দাবাড়ু পুরুষ থেকে মহিলা হন তবে ওই খেলোয়াড় FIDE-এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সংস্থার কোনও ইভেন্টে মহিলাদের বিভাগে অংশগ্রহণ করতে পারবেন না।” সংস্থা আরও জানিয়েছে, “মহিলা দাবাড়ু লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হলে তিনি যা যা খেতাব জিতেছেন সব ছিনিয়ে নেওয়া হবে। তিনি যদি আবার মহিলা হন তখন ফেরত পাবেন। একইভাবে কোনও পুরুষ যদি মহিলায় রূপান্তরিত হন তাহলে অতীতে তাঁর অর্জন করা সব খেতাব এবং ব়্যাঙ্কিং লোপ পাবে।”
আজারবাইজানে দাবা বিশ্বকাপ চলছে। যেখানে বিশ্বের এক নম্বর গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা চলাকালীন এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক দাবা সংস্থা। ফেডারেশনের পক্ষ থেকে কিছু স্পেশালাইজড ক্যাটাগরি রাখা হয়েছে।