Chirag Shetty : মেডেল ভর্তি ঘর চাই, তারপর অবসর নেব; বলছেন ভারতীয় ব্যাডমিন্টনের ‘চিরাগ’

সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডির সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ব্যাডমিন্টনের ডাবলসে বিপ্লব এনেছেন চিরাগ শেট্টি।

Chirag Shetty : মেডেল ভর্তি ঘর চাই, তারপর অবসর নেব; বলছেন ভারতীয় ব্যাডমিন্টনের 'চিরাগ'
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 7:00 AM

কলকাতা : দেশের ব্যাডমিন্টনে তারকা ডাবলস জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) চান একটি মেডেল ভর্তি একটি ঘর। তারপর অবসরে যেতে চান তিনি। তাঁর মন্ত্রই হল “সেরা ব্যাডমিন্টন” (Badminton) খেলা। এতে ফলাফল আসবে নিজের থেকেই। চিরাগ এবং তাঁর পার্টনার সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি গত বছর কমনওয়েলথ গেমসের সোনা জিতেছিলেন। চলতি মরসুমে ইন্দোনেশিয়া ওপেন, এশিয়া চ্যাম্পিয়নশিপ, সুইস ওপেন এবং কোরিয়া ওপেন পর্যন্ত তাঁদের খেতাব জয়ের যাত্রাটা অসামান্য ছিল। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন চিরাগ শেট্টি। ২১ অগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে পদকের রং বদলাতে প্রস্তুত ভারতীয় শাটলার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাক্ষাৎকারে চিরাগ বলেছেন, “জুটি হিসাবে আমি সার্কিটে থাকা সব টুর্নামেন্ট জিততে চাই। আশা করি কয়েক বছর পর যখন অবসর নেওয়ার সময় আসবে তখন ব্যাডমিন্টনের সমস্ত বড় পদক দিয়ে একটি ঘর পূর্ণ করে ফেলতে পারব। অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, এমন অনেক টুর্নামেন্ট আছে যা আমরা এখনও জিততে পারিনি। এই সবকিছুই আমি জিততে চাই।”

বিশ্বের দুই নম্বর ভারতীয় জুটি গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম বার ব্রোঞ্জ পদক জিতেছিল। ২১ অগস্ট থেকে ডেনমার্কের কোপেনহেগেনে টুর্নামেন্টের আসন্ন সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত তিনি। চিরাগ বলেছেন,  “আমরা ফলাফল দেখি না। আমাদের সেরা ব্যাডমিন্টন খেলতে চাই। আমি জানি যে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে আমরা বিশ্বের যে কোনও জুটিকে আমরা হারাতে পারব।”