Dipa Karmakar : এশিয়ান গেমস থেকে বাদ, স্বাধীনতা দিবসে টুইট বোমা দীপার!
Asian Games 2023 : যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান দখল করেছিলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। কিন্তু তাঁর পরিবর্তে এশিয়ান গেমসের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে প্রণতি নায়েককে। যা নিয়ে স্বাধীনতা দিবসে ক্ষোভে ফেটে পড়লেন দীপা।
কলকাতা : এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশগ্রহণের আশা শেষ হয়ে গিয়েছে দীপা কর্মকারের। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান দখল করেছিলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার (Dipa Karmakar)। তা সত্ত্বেও এশিয়ান গেমসের দলে জায়গা পাননি তিনি। নিয়মের গেরোয় পড়ে এশিয়াডের দল থেকে বাদ পড়েছেন দীপা। স্বাধীনতা দিবসের দিন এই নিয়ে টুইটারে বোমা ফাটালেন জিমন্যাস্ট। এই নিয়ে ক্রীড়ামন্ত্রককে চিঠি দিয়ে লিখিত অনুরোধ করেছিলেন তিনি। তারপরও মেলেনি সদুত্তর। টুইটারে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI) এবং ক্রীড়ামন্ত্রকের তরফে জবাব না পাওয়ায় মনোবল ভেঙে গিয়েছে বলেও জানিয়েছেন দীপা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভালো সময় যেন ধরা দিতেই চাইছে না দীপা কর্মকারের কাছে। ২০১৬ সালের রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন দীপা। মেডেল না এলেও রাতারাতি তারকা বনে যান দীপা। জিমন্যাস্টিক্সের পাশাপাশি প্রদুনোভা ভল্টের নাম মুখে মুখে ঘুরত সকলের। তারপর চোট আঘাত, অস্ত্রোপচারের পর্ব কাটিয়ে ফিরেছিলেন। কিন্তু ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২ বছরের জন্য নির্বাসিত হন। নির্বাসন কাটিয়ে এ বছর এশিয়ান গেমসের ট্রায়ালে ভালো পারফর্ম করেছিলেন। যোগ্যতামান ছুঁলেও ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা আট জিমন্যাস্টের মধ্যে না থাকায় এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন প্রণতি নায়েক। যা নিয়ে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী আঙুল তুলেছেন।
দীপা লিখেছেন, “এ বারের স্বাধীনতা দিবসে আমি বাকস্বাধীনতার ব্যবহার করছি কয়েকটি সাম্প্রতিক ঘটনার জন্য। যেগুলি অত্যন্ত হতাশার এবং মনোবল ভেঙে দেওয়ার মতো। এশিয়ান গেমস হল এমন একটি টুর্নামেন্ট গত দুই বছর ধরে যার অপেক্ষায় রয়েছি। আমি অবাক হয়ে গেলাম এটা দেখে যে জাতীয় শিবিরে ট্রায়ালে শীর্ষ স্থান পাওয়ার পরও নির্বাচনী মাপকাঠির দোহাই দিয়ে এশিয়া গেমসে সুযোগ না দিয়ে আমাকে বঞ্চিত করা হল।”
On this #IndependenceDay, I am using my freedom of speech to discuss recent events that have proven to be very demotivating and discouraging. The #AsianGames2023, an event I have eagerly anticipated for the past two years, looks further than it is. (1/N)
— Dipa Karmakar (@DipaKarmakar) August 15, 2023
দীপা লিখেছেন, সব খেলাতেই নির্বাচনী মানদণ্ড একরকম থাকা উচিত। বড় গেমের প্রস্তুতির জন্য যে পরিশ্রম ও ত্যাগ তিনি করেছেন তারপরও সাই এবং ক্রীড়ামন্ত্রকের তরফে সদুত্তর না পাওয়ায় তিনি হতাশ। সবশেষে এই সিদ্ধান্তের সঠিক কারণ তিনি জানতে চেয়েছেন। যাতে অনিশ্চয়তার মধ্যে কাটাতে না হয়।