Vinesh Phogat: এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার সোনাজয়ী বিনেশের

Asian Games 2023: গত এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোনা জিতেছিলেন বিনেশ ফোগট। সোশ্যাল মিডিয়ায় বিনেশ জানান, দু-দিন আগে তাঁর চোট লাগে।

Vinesh Phogat: এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার সোনাজয়ী বিনেশের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 5:40 PM

ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য হতাশার খবর। এশিয়ান গেমসে নামতে পারবেন না কুস্তিগির বিনেশ ফোগট। হাঁটুর চোটে কাঁবু তিনি। সে কারণেই নাম তুলে নিলেন বিনেশ। এশিয়ান গেমসে সরাসরি সুযোগ দেওয়া হয়েছিল বিনেশ ফোগটকে। এ দিন বিনেশ ঘোষণা করেন, হাংঝৌ গেমসে অংশগ্রহণ করতে পারবেন না। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বিনেশ। তাঁর অংশ গ্রহণ মানেই একটা পদক প্রত্যাশিত ছিল ভারতীয় শিবিরে। কিন্তু চোটের কাছে হার মানতে হচ্ছে বিনেশকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোনা জিতেছিলেন বিনেশ ফোগট। সোশ্যাল মিডিয়ায় বিনেশ জানান, দু-দিন আগে তাঁর চোট লাগে। ১৭ অগস্ট মুম্বইতে হাঁটুর অস্ত্রোপচার হবে বিনেশের। তিনি নাম তুলে নেওয়ায় এশিয়ান গেমসে নামার সুযোগ পাবেন অন্তিম পাঙ্ঘাল। অস্ত্রোপচারের পর অনেকটাই সময় লাগবে বিনেশের। ফলে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের অন্য়তম পর্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারবেন না। এ মাসের ২৫-২৬ তারিখ পাতিয়ালায় হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল।

সোশ্যাল মিডিয়ায় বিনেশ লেখেন- ‘অত্যন্ত দুঃখের একটা খবর সকলকে জানাতে চাই। দু-দিন আগে অর্থাৎ ১৩ অগস্ট, অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছে। স্ক্যান এবং অন্যান্য পরীক্ষার পর চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এই চোট থেকে সেরে ওঠার জন্য অস্ত্রোপচারই একমাত্র পথ।’

বিনেশ আরও যোগ করেন, ‘আগামী ১৭ অগস্ট মুম্বইয়ে অস্ত্রোপচার হবে। এশিয়ান গেমসে সোনার পদক ধরে রাখা স্বপ্ন ছিল। দুর্ভাগ্যবশত, চোটের কারণে এ বার নামতে পারছি না।’