Swapna Barman: জাতীয় গেমসে মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা বাংলার স্বপ্না বর্মনের

National Games: মধ্যপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে স্বপ্না বলেন, 'বাংলার গর্বিত মেয়ে আমি। গর্বিত ভারতীয়। রুপোর চামচ মুখে নিয়ে জন্মাইনি। কোন রঙের জার্সি পরে নামছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।'

Swapna Barman: জাতীয় গেমসে মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা বাংলার স্বপ্না বর্মনের
মধ্যমণি স্বপ্না বর্মন।Image Credit source: SAI Media
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 8:29 PM

গান্ধীনগর : জাতীয় গেমসে (National Games) জোড়া সোনা জিতলেন স্বপ্না বর্মন (Swapna Barman)। বাংলার মেয়ে অবশ্য নেমেছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হয়ে। তাঁর প্রিয় ইভেন্ট হেপ্টাথলনে সোনা জিতলেও পারফরম্যান্সে অবশ্য খুশি নন স্বপ্না। চমকে দিয়েছেন হাই জাম্পে। দু-দিন ধরে চলা হেপ্টাথলন ইভেন্টের পাশাপাশি সোনা জিতলেন হাই জাম্পে। গেমস রেকর্ড ১.৮৩ মিটার পার করলেন স্বপ্না। তিনি নিজেও অবাক। বলছেন, ‘হাই জাম্পে তেমন অনুশীলনই করিনি। সোনা জয় আমারই অবাক লাগছে। চোট সারিয়ে এখনও পুরো ফিট হতে পারিনি। হেপ্টেথলনে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি।’

২০১৮ সালে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন এবং ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। সাপোর্ট স্টাফ না থাকার সমস্যার কথা বলেছিলেন স্বপ্না। এ বারও পারফরম্যান্স কারণ হিসেবে তাই বললেন। স্বপ্নার কথায়, ‘আমার কোনও স্পনসর নেই। ট্রেনার কিংবা ফিজিও নেই। নিজের মতো করে ফিটনেস ট্রেনিং করেছি। পুরো ফিট হয়ে উঠতে পারিনি। এনার্জি পাচ্ছিলাম না।’ বাংলার মেয়ে কেন মধ্যপ্রদেশের হয়ে নামলেন? গত বারের জাতীয় গেমসে (২০১৫) বাংলার হয়ে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন স্বপ্না। হাই জাম্পে পেয়েছিলেন রুপো।

মধ্যপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে স্বপ্না বলেন, ‘বাংলার গর্বিত মেয়ে আমি। গর্বিত ভারতীয়। রুপোর চামচ মুখে নিয়ে জন্মাইনি। কোন রঙের জার্সি পরে নামছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে ভালো পারফর্ম করা আসল। এশিয়ান গেমসের কথা ভেবে বলতে পারি, এখানে আমার পারফরম্যান্স ভালো হল না।’