CSK vs PBKS: মুম্বইয়ের রেকর্ড ছুঁল পঞ্জাব, হারের পর সিএসকে অধিনায়ক বলছেন…
Chennai Super Kings vs Punjab Kings: ম্যাচে অনবদ্য একটা ইনিংস। বিরাট কোহলিকে ছাপিয়ে সর্বাধিক রান। অরেঞ্জ ক্যাপ দখলে নিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ১০ ম্যাচে ৫০৯ রান চেন্নাই অধিনায়কের। তবে ম্যাচ জিততে না পারলে খুশি হওয়ার কথা নয়। পঞ্জাবের দুই স্পিনার হরপ্রীত ব্রার ও রাহুল চাহারের অনবদ্য বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় চেন্নাইয়ের। ঋতুরাজের হাফসেঞ্চুরিতে মাত্র ১৬২ রান তোলে চেন্নাই। এই রান যথেষ্ঠ নয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। একই রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সেরও। অন্য একটি রেকর্ডে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁল পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে খুব ভালো শুরু হয়নি তাদের। বেশ কিছু ক্লোজ ম্যাচ শেষ ওভারে হেরেছে পঞ্জাব। টানা দু-ম্যাচ জিতে অক্সিজেন পেয়েছে পঞ্জাব কিংস শিবির। আর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনন্য রেকর্ডও গড়ল তারা।
চলতি মরসুমে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করেছিল চেন্নাই সুপার কিংস। শুরুর সেই দাপট হারাতে শুরু করল! চেন্নাই দুর্গ প্রথম ভেঙেছিল লখনউ সুপার জায়ান্টস। রেকর্ড রান তাড়া করে জিতেছিল লখনউ। সৌজন্যে মার্কাস স্টইনিসের বিধ্বংসী সেঞ্চুরির ইনিংস। এ বার পঞ্জাবের কাছে ঘরের মাঠে হার চেন্নাইয়ের। শুধু তাই নয়, এই নিয়ে টানা পঞ্চম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে হারাল পঞ্জাব কিংস। টানা পাঁচ ম্যাচে চেন্নাইকে হারানোর রেকর্ড ছিল শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের।
ম্যাচে অনবদ্য একটা ইনিংস। বিরাট কোহলিকে ছাপিয়ে সর্বাধিক রান। অরেঞ্জ ক্যাপ দখলে নিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ১০ ম্যাচে ৫০৯ রান চেন্নাই অধিনায়কের। তবে ম্যাচ জিততে না পারলে খুশি হওয়ার কথা নয়। পঞ্জাবের দুই স্পিনার হরপ্রীত ব্রার ও রাহুল চাহারের অনবদ্য বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় চেন্নাইয়ের। ঋতুরাজের হাফসেঞ্চুরিতে মাত্র ১৬২ রান তোলে চেন্নাই। এই রান যথেষ্ঠ নয়।
চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘সত্যি বলতে, আমরা অন্তত ৫০-৬০ রানে পিছিয়ে ছিলাম। প্রথমে ব্যাট করার সময় সমস্যায় পড়েছি। আর পরের দিকে শিশিরের প্রভাবও ছিল।’ টস হারতেই সমস্যায় পড়েন ঋতু! সে কারণে প্র্যাক্টিসও করেন, স্বীকার করে নিলেন। বলেন, ‘প্র্যাক্টিসে টস করি, প্রচুর বার জিতেছি, কিন্তু ম্যাচে টস জিততে পারছি না। সত্যি বলতে টসের সময় আমি প্রচণ্ড চাপে থাকি।’