T20 World Cup 2024: এই পেস বিভাগ নিয়ে ভারত করবে বিশ্বজয়? আশঙ্কার সুর প্রাক্তনীর গলায়
একঝাঁক ক্রিকেটার বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে সুযোগ পেয়েছেন ঠিকই, কিন্তু ১৫ সদস্যের স্কোয়াড দেখে অনেকের মন ভরছে না। মেন ইন ব্লুর বিশ্বকাপ স্কোয়াডে যে পেস বিভাগ রয়েছে তা মনে ধরেনি ৮৩-র বিশ্বজয়ী তারকা ক্রিকেটারের। রাখঢাক না করেই তিনি জানিয়েছেন, এই টিম দেখে তিনি খুব একটা আত্মবিশ্বাসী নন।
কলকাতা: এতদিন বিশ্বকাপের জন্য ভারতের টিম (Team India) ঘোষণা হবে বলে যে আলোচনা চলছিল, সেটাই যেন ভালো ছিল। এমনটাই বলছেন অনেক ক্রিকেট প্রেমী। কারণ, একঝাঁক ক্রিকেটার বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে সুযোগ পেয়েছেন ঠিকই, কিন্তু ১৫ সদস্যের স্কোয়াড দেখে অনেকের মন ভরছে না। মেন ইন ব্লুর বিশ্বকাপ স্কোয়াডে যে পেস বিভাগ রয়েছে তা মনে ধরেনি ৮৩-র বিশ্বজয়ী তারকা ক্রিকেটারের। রাখঢাক না করেই তিনি জানিয়েছেন, এই টিম দেখে তিনি খুব একটা আত্মবিশ্বাসী নন।
রোহিত শর্মার নেতৃত্বাধীন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে দল বেছে নিয়েছে জাতীয় নির্বাচক কমিটি তাতে রয়েছেন, ৪ স্পিনার ও ৩ পেসার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারতের স্পিন বিভাগে রয়েছেন – রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। আর পেস বিভাগে রয়েছেন – জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও অর্শদীর সিং। সম্প্রতি এই পেস বিভাগকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মদন লাল।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ‘পেস বিভাগ আমার পছন্দ হয়নি। জসপ্রীত বুমরাকে ছাড়া খুব একটা ভালো লাগছে না। সিরাজ মাঝে মাঝে ভালো পারফর্ম করে, কিন্তু আন্তর্জাতিক স্তরে ওর পারফরম্যান্স কখনও ভালো তো কখনও খারাপ। ধারাবাহিক নয়। আমার মনে হয় ভারতের পেস বোলিং আক্রমণ খানিকটা দূর্বল হতে চলেছে। বুমরা ছাড়া সিরাজ ও অর্শদীপ কেমন পারফর্ম করছে দেখতে হবে। আমি অবশ্য এই পেস বোলিং বিভাগকে নিয়ে আত্মবিশ্বাসী নই।’
মদনলালের মতে, ‘শুধু টি-২০ ক্রিকেটেই নয়, একটা ম্যাচ জেতার জন্য এবং উইকেট নেওয়ার জন্য ভালো পেসারের প্রয়োজন। বুমরা সেই উইকেট নেওয়ার দায়িত্বটা পালন করে। ও ম্যাচ উইনার। সিরাজ কেমন পারফর্ম করে দেখতে হবে। না হলে ভারত অনেকটা বুমরা নির্ভর হয়ে যাবে। ভারতের একজন অতিরিক্ত পেসার রাখা উচিত ছিল। অতীতে দেখা গিয়েছে ভারতের পেস বিভাগ ভালো পারফর্ম করেছে। ম্যাচও জিতেছে। বুমরা ছাড়া সিরাজ ও অর্শদীপ কেমন পারফর্ম করবে আমি বুঝতে পারছি না।’