Chess Olympiad: দাবায় জোড়া সোনার ইতিহাস ভারতের, রোহিত-স্টাইলে সেলিব্রেশন তানিয়া-গুকেশদের

Sep 23, 2024 | 1:05 PM

Chess Olympiad 2024: দাবা অলিম্পিয়াডে দলগত ভাবে দুই বিভাগে সোনা জেতার পর ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মতো সেলিব্রেশন করেন তানিয়া-গুকেশরা। এ বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর এক বিশেষ স্টাইলে রোহিত ট্রফি হাতে তুলে নেন।

Chess Olympiad: দাবায় জোড়া সোনার ইতিহাস ভারতের, রোহিত-স্টাইলে সেলিব্রেশন তানিয়া-গুকেশদের
Chess Olympiad: দাবায় জোড়া সোনার ইতিহাস ভারতের, রোহিত-স্টাইলে সেলিব্রেশন তানিয়া-গুকেশদের
Image Credit source: @FIDE_chess X

Follow Us

কলকাতা: বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে (Chess Olympiad) বিরাট নজির ভারতের। জোড়া সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দাবা টিম। ওপেন বিভাগে স্লোভেনিয়াকে হারিয়েছে ভারতের পুরুষ দাবা টিম। আর ভারতের মেয়েরা ৩.৫-০.৫ ফলে আজেরবাইজানকে হারিয়ে সোনা জিতেছে। দলগত ভাবে দুই বিভাগে সোনা জেতার পর ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মতো সেলিব্রেশন করেন তানিয়া-গুকেশরা। এ বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর এক বিশেষ স্টাইলে রোহিত ট্রফি হাতে তুলে নেন। যা দেখে অনেকে মিল পেয়েছিলেন লিওনেল মেসির কাতার বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেশনের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার নেটদুনিয়ায় ঘুরছে হিটম্যানের স্টাইলে ভারতীয় দাবাড়ুদের সেলিব্রেশনের ভিডিয়ো।

স্লোভেনিয়ার বিরুদ্ধে ডি গুকেশ, অর্জুনরা ড্র করলেই ভারত সোনা জিতত। সেই লক্ষ্যে নেমে শুরুটা জয় দিয়ে করেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে জয় তাঁর। এরপর অর্জুনও কালো ঘুঁটি নিয়ে জেতেন। এই ২টো জয়ের পাশাপাশি ছন্দে দেখা যায় প্রজ্ঞানন্দকে। এই প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ টিমের দাপট ছিল দেখার মতো। টানা ৮টি ম্যাচ জেতেন গুকেশরা। এরপর উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে ঘুরে দাঁড়ান প্রজ্ঞারা।

এই খবরটিও পড়ুন

ভারতের পুরুষ টিমের সোনার জন্য় ড্র যথেষ্ট হলেও মেয়েদের দলের জন্য তেমনটা ছিল না। মেয়েদের টিমে ডি হরিকা, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়ালরা জেতেন। আর প্রজ্ঞার দিদি বৈশালী ড্র করেন। কিন্তু ৩টে জয়ের ফলে উজবেকিস্তানকে ভারত এই রাউন্ডে হারায়। ভারত ও কাজাখস্তানের পয়েন্ট সমান ছিল শেষ রাউন্ডে নামার আগে। এরপর কাজাখস্তান ড্র করে আমেরিকার সঙ্গে। যার ফলে ভারতের মেয়েরা এগিয়ে যায়। আর ভারতের জোড়া সোনা জয়ের খুশি হয় বাঁধনছাড়া।

উল্লেখ্য, দাবা অলিম্পিয়াডে ভারতের জোড়া সোনা এই প্রথম বার। এর আগে ভারতের পুরুষ দল ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পেয়েছিল। মেয়েদের টিম ২০২২ সালে ব্রোঞ্জ পেয়েছিল।

Next Article