শেষ আটে সিন্ধু, সমীর ও ডাবলস টিম

থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু।

শেষ আটে সিন্ধু, সমীর ও ডাবলস টিম
থাইল্যান্ড ওপেন থেকে বিদায় সিন্ধুর।ছবি-সাই মিডিয়া টুইটার
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 6:07 PM

ব্যাংকক: সহজেই থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। মালয়েশিয়ান শাটলার কিসোনা সেলভাদুরেকে ২১-১০, ২১-১২ উড়িয়ে দিলেন। ক’দিন আগে মরসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিলেন সিন্ধু। থাইল্যান্ড ওপেনে অবশ্য ফর্মেই আছেন ভারতীয় শাটলার। সিন্ধু জিতলেও এসএইচ প্রণয় হেরে গেলেন মালয়েশিয়ার ডারেন লিউয়ের কাছে, ১৭-২১, ১৮-২১ গেমে।

ভারতের সমীর ভার্মাকে থামানো যাচ্ছে না। থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই অষ্টম বাছাই লি জি জিয়াকে হারিয়ে চমকে দিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে সমীর ২১-১২, ২১-৯ ওড়ালেন বিশ্বের ১৭ নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার রাসমুস গিমকে-কে। দুরন্ত ফর্মে আছেন তিনি। ডেনমার্কের শাটলারের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন। রাসমুসকে হারিয়ে থাইল্যান্ড ওপেনের শেষ আটে উঠে পড়লেন সমীর। কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা ডেনমার্কেরই অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে।

আরও পড়ুন: শহরে পৌঁছেই বাবার কবরে প্রার্থনা সিরাজের

ম্যাচের পর বিশ্বের ৩১ নম্বর শাটলার সমীর বলেছেন, ‘ম্যাচটা জেতার ব্যাপারে শুরু থেকেই খুব আত্মবিশ্বাসী ছিলাম। কারণ প্রস্তুতিটা চমত্‍কার হয়েছিল। জানি, পরের ম্যাচটা সহজ হবে না। তবে আমি তৈরি।’ এ দিকে ভারতের মিক্সড ডাবল জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-অশ্বিনী পোনাপ্পারাও পা রাখলেন শেষ আটে। প্রায় একঘণ্টা লড়াই করে জার্মান জুটি মার্ক ল্যামফাস-ইসাবেল হারট্রিককে হারালেন ২২-২০, ১৪-২১, ২১-১৬।

অন্য দিকে আবার, ছেলেদের ডাবলস জুটি সাত্বিক ও চিরাগ শেঠিও শেষ আটে পৌঁছল। দক্ষিণ কোরিয়ার জুটি সপ্তম বাছাই সোলগিউ চোই-সিয়ুং জি সিও অবশ্য চাপেই রেখেছিল ভারতীয় জুটিকে। তবু চিরাগরা ২১-১৮, ২৩-২১ জিতেছেন।

আরও পড়ুন: কোয়ারান্টিন পর্ব নিয়ে কড়া চিঠি জোকারের