Tokyo Olympics 2020: জার্মানির কাছে হার রানিদের

Summer Olympics 2020: পর পর দুই ম্যাচে হার জুটল রানিদের কপালে।

Tokyo Olympics 2020: জার্মানির কাছে হার রানিদের
Tokyo Olympics 2020: জার্মানির কাছে হার রানিদের (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 7:58 PM

টোকিও: সপ্তাহের শুরুটা মোটেও ভালো হল না রানি রামপালদের। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় মহিলা হকি দল (Indian Women’s Hockey team) দ্বিতীয় ম্যাচে রিওতে ব্রোঞ্চ পাওয়া জার্মানির (Germany) বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। ২-০ ব্যবধানে রানিদের হারাল জার্মানি।

বিশ্বের এক নম্বর দল নেদারল্যান্ডসের কাছে প্রথম ম্যাচে ৫-১ ব্যবধানে হারার পর, দ্বিতীয় ম্যাচেও ভারতের হাত খালিই রইলো। পেনাল্টি কর্ণার থেকে ১২ মিনিটে জার্মানির হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন অধিনায়ক নিক লোরেঞ্জ। ম্যাচের ৩৫ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেছেন অ্যান স্ক্রোডার।

৩২ মিনিটের মাথায় গুরজিৎ কৌর পেনাল্টি মিস করেন। সেইসময় ভারত ঘুরে দাঁড়াতে পারলে ব্যবধান কমাতে পারত ভারত। ম্যাচের শুরু থেকেই নিক লোরেঞ্জরা চাপ বাড়াতে শুরু করেন সবিতাদের ওপর। তার ফলই পেলেন রানিরা। পর পর দুই ম্যাচে হার ভাবাচ্ছে সবিতাদের। এরপর গ্রেট ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে হবে গুরজিৎ কৌরদের। জয়ের মুখ কবে দেখবেন রানিরা সেদিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুন: টোকিও অলিম্পিক২০২০