অলিম্পিক হবেই, আশার আলো দেখাচ্ছেন আয়োজকরা

Feb 02, 2021 | 5:53 PM

উদ্বেগ আর আশার মাঝে দুলতে থাকা অলিম্পিকের ভাগ্য কী হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

অলিম্পিক হবেই, আশার আলো দেখাচ্ছেন আয়োজকরা
সৌজন্যে-টুইটার

Follow Us

টোকিও: করোনার (COVID-19) প্রভাব যতই থাকুক, টোকিও অলিম্পিক (Tokyo Olympic) হবেই। এমনই জানিয়ে দিলেন টোকিও গেমসের আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইওশিরো মোরি (Yoshiro Mori)।

টোকিও অলিম্পিক নিয়ে উদ্বেগের শেষ নেই। আর ছ’মাসও নেই গেমসের। তবু আশঙ্কায় ঘিরে রয়েছে অলিম্পিক। করোনার কারণে জাপানে চলছে জরুরি অবস্থা। বিদেশি প্রবেশের ক্ষেত্রেও ওই দেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যেও অলিম্পিক আয়োজন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। প্রয়োজন পড়লে দর্শক শূন্য করেও গেমস হবে।

আরও পড়ুন: টিম পেইনদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল

অলিম্পিক আয়োজন করার ক্ষেত্রে কী কী সমস্যার মুখোমুখি হতে হবে, তা নিয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন আয়োজকরা। সে দিক থেকে দেখলে এই বৈঠক ছিল অতি গুরুত্বপূর্ণ। গেমস আয়োজন হবে কিনা, তা নিয়ে কার্যত সিদ্ধান্ত নেওয়ারই সভা ছিল। আর তার পর মোরি বলেছেন, ‘করোনাভাইরাস যতই উত্‍কন্ঠায় রাখুক, আমরা গেমস আয়োজন করবই। এই আত্মবিশ্বাসটা নিয়েই এগোচ্ছি। একটা নতুন স্বাদের অলিম্পিকের জন্য তৈরি হোক সবাই।’

আরও পড়ুন: জয় দিয়েই এটিপি কাপ শুরু জোকার, সেরেনার

অলিম্পিকের প্রথম টেস্ট ইভেন্ট আর্টিস্টিক সুইমিংয়ের যোগ্যতা অর্জন পর্ব পিছিয়ে দেওয়া হয়েছে মার্চে। জাপান জুড়ে অলিম্পিকের মশাল দৌড় শুরু হবে ২৫ মার্চ। অলিম্পিকমন্ত্রী সেইকো হাসিমোতোও ওই সভায় বলেছেন, ‘অতিমারীর মধ্যেও সারা বিশ্ব যে একজোট, তা প্রমাণ করার সুযোগ দিতে পারে এই অলিম্পিক। আশা আর স্বপ্ন সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: কদর্য মন্তব্যের জেরে ওড়িশা থেকে ছাঁটাই ব্রিটিশ কোচ

প্রয়োজন পড়লে ক্লোজড ডোর অলিম্পিকও করা হতে পারে। যা নিয়ে আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, ‘এটা আমি এখনই বলতে পারব না। এটুকু বলতে পারি, আমরা নিরাপদ ও সুরক্ষিত একটা গেমস আয়োজন করার চেষ্টা করছি। আর তার জন্য যা যা প্রয়োজন তাই করব।

উদ্বেগ আর আশার মাঝে দুলতে থাকা অলিম্পিকের ভাগ্য কী হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: চোট সারিয়ে টিমের সঙ্গে যোগ দিলেন রাহুল

Next Article