আরও একধাপ এগোলেন বিরাট

টি-২০'র পাশাপাশি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে বিরাট ও রোহিত।

আরও একধাপ এগোলেন বিরাট
বিরাটের ফোকাসে শীর্ষ স্থান। ছবি সৌ: বিসিসিআই
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 3:37 PM

দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করার পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার আইসিসি (ICC) প্রকাশ করল টি-২০ ব়্যাঙ্কিং (t20 ranking)। আর তাতেই আরও একধাপ এগিয়ে গেলেন ভারত অধিনায়ক। কেএল রাহুলকে একধাপ পেছনে ঠেলে চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে নামলেন রাহুল। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অ্যাভারেজ পারফর্ম করেও বেশ কিছুটা এগিয়ে গেলেন রোহিত শর্মা। আগের ব়্যাঙ্কিং থেকে তিন ধাপ এগিয়ে তিনি এলন ১৪ তম স্থানে।

ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিয়ে শীর্ষ স্থান ধেরে রেখেছেন ইংল্যান্ডের দাউইদ মালান। দুয়ে ফিঞ্চ, তিনে বাবর আজম। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে দুই ভারতীয় ব্যাটসম্যান থাকলেও বোলিংয়ে প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার।

টি-২০’র পাশাপাশি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে বিরাট ও রোহিত। কোহলি শীর্ষ স্থান ধরে রাখলেও একধাপ নেমে তিন নম্বরে হিটম্যান। অন্যদিকে বোলারদের ব়্যাঙ্কিয়ে একমাত্র ভারতীয় বুমরা। তিন নম্বরে আছেন তিনি। শীর্ষ স্থান ধরে রেখেছেন ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারদের তালিকাতেও একজন ভারতীয়। নয় নম্বরে রবিন্দ্র জাদেজা।