AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশের সবথেকে সস্তার গাড়ি, 2024 Renault Kwid লঞ্চ হল মাত্র 4,69,500 টাকায়

2024 Renault Kwid গাড়িটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের মধ্যে এক্কেবারে বেস মডেল অর্থাৎ Kwid RXE ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম 4,69,500 টাকা। তার ঠিক পরেই রয়েছে আর একটি অপশনাল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট, যার দাম 4,99,500 টাকা। 2024 Renault Kwid গাড়িটির অটোমেটিক ভ্যারিয়েন্টের দাম 5,44,500 টাকা।

দেশের সবথেকে সস্তার গাড়ি, 2024 Renault Kwid লঞ্চ হল মাত্র 4,69,500 টাকায়
দেশের সবথেকে কম দামি হ্যাচব্যাক।
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 7:32 PM
Share

নতুন গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে সুখবর রয়েছে আপনার জন্য। দেশের সবথেকে সস্তার গাড়িটি লঞ্চ হয়ে গেল। সেই গাড়ি নিয়ে এসেছে Renault। গাড়িটি যদিও আগে থেকেই ছিল। এবার তার একটি নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ 2024 ভার্সনটি হাজির হয়ে গেল। আশা করি, আন্দাজ করতে পারছেন সেই গাড়িটি সম্পর্কে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গাড়িটির নাম 2024 Renault Kwid। এই গাড়িটি এখন দেশের সবথেকে সস্তার অটোমেটিক কার। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে বেশ বড় একটি 8 ইঞ্চির স্ক্রিন।

2024 Renault Kwid: বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

2024 Renault Kwid গাড়িটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের মধ্যে এক্কেবারে বেস মডেল অর্থাৎ Kwid RXE ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম 4,69,500 টাকা। তার ঠিক পরেই রয়েছে আর একটি অপশনাল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট, যার দাম 4,99,500 টাকা। 2024 Renault Kwid গাড়িটির অটোমেটিক ভ্যারিয়েন্টের দাম 5,44,500 টাকা। আর একটি RXT ম্যানুয়াল ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম 5,50,000 টাকা। যদিও এই প্রতিটি মডেলের দামই এক্স-শোরুমের।

নতুন ডুয়াল টোন রং

গাড়িটির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তার ডুয়াল টোন কালার। Renault Kwid গাড়িতে একটি 999 সিসির 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সর্বাধিক 68 bhp পাওয়ার এবং 91 নিউটন মিটার পিক টর্ক জেনারেট করতে পারে। এই হ্যাচব্যাকের উচ্চতা 1490 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 184 মিমি। হ্যাচব্যাকটির বুট স্পেস 279 লিটার। নতুন 2024 Kwid রেঞ্জের মধ্যে একমাত্র Kwid ক্লাইম্বার গাড়িটি তিনটি নতুন ডুয়াল-টোন বডি কালার পেয়েছে। ফলে, সব মিলিয়ে গাড়িটির মোট 5টি ডুয়াল-টোন কালার অপশনে থাকছে।

বিশেষ বৈশিষ্ট্য

নতুন Renault Kwid গাড়িটিতে রয়েছে একাধিক নতুন ফিচার। RXL (O) ভ্যারিয়েন্টটিতে রয়েছে একটি 8 ইঞ্চির টাচস্ক্রিন মিডিয়া NAV সিস্টেম, যা এটিকে ইন্ডিস্ট্রির টাচস্ক্রিন মিডিয়া NAV সহ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হ্যাচব্যাক করে তুলেছে। এদিকে বাজারের অটোমেটিক গাড়ির বাম্পার বিক্রির কথা মাথায় রেখে Renault India তাদের 2024 Kwid রেঞ্জের RXL(O)-R AMT ভ্যারিয়েন্ওট চালু করেছে, যা এটিকে দেশের সবথেকে সস্তার অটোমেটিক গাড়ি করে তুলেছে।

সেরার সেরা নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন Kwid গাড়িতে একাধিক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। গাড়িটির প্রায় প্রত্যেক ভ্যারিয়েন্টেই রিয়ার সিটবেল্ট রিমাইন্ডার দেওয়া হয়েছে। রয়েছে 14টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য। এই দামের মধ্যে সেগমেন্টটির সবথেকে নিরাপদতম গাড়িও হয়ে উঠেছে 2024 Renault Kwid।