AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card আপডেট করলেই বদলে যাচ্ছে তার নম্বর! সত্যিই কি এমনটা হয়?

অত্যন্ত জরুরি এই ডকুমেন্ট সম্পর্কেই আমাদের অনেক তথ্য অজানা। অনেকের মধ্যেই এই ধারণাটা আছে যে, Aadhaar Update করলেই Aadhaar Number বদলে যায়। সত্যিই কি তাই? UIDAI এই বিষয়ে কী বলছে, জেনে নিন আসল সত্যটা।

Aadhaar Card আপডেট করলেই বদলে যাচ্ছে তার নম্বর! সত্যিই কি এমনটা হয়?
আধার কার্ড আপডেট সম্পর্কিত জরুরি খবর।
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 2:06 PM
Share

Aadhaar Card News: একজন ভারতীয়ের জীবনে Aadhaar অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এর মধ্যে একজন নাগরিকের যেমন বায়োমেট্রিক ডিটেল থাকে, তেমনই আবার থাকে ঠিকানা সম্পর্কিত তথ্যাদিও। দেশবাসীর অন্যতম প্রমাণপত্র এই আধার কার্ড। জরুরি এই ডকুমেন্ট চালু হওয়ার পর থেকে সরকারি একাধিক ব্যবস্থায় স্বচ্ছতা এসেছে। Aadhaar Card-এর মাধ্যমে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি নিতে পারেন ভারতীয়রা। শিশুদের স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বড়দের বাড়ি কেনা বা ভাড়া নেওয়া, সবেতেই একন আধার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও এখন আধার কার্ড অত্যাবশ্যক। কিন্তু অত্যন্ত জরুরি এই ডকুমেন্ট সম্পর্কেই আমাদের অনেক তথ্য অজানা। অনেকের মধ্যেই এই ধারণাটা আছে যে, Aadhaar Update করলেই Aadhaar Number বদলে যায়। সত্যিই কি তাই?

Aadhaar Update কেন জরুরি?

তবে, এই বিষয়টা জানার আগে Aadhaar Update আপনার জন্য কতটা জরুরি, সেটাও জেনে নেওয়া দরকার। UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, কোনও ভারতীয় যদি 10 বছর আগে আধার কার্ড করিয়ে থাকেন, তাহলে তাঁর জন্য আধার আপডেট করিয়ে নেওয়া বাধ্যতামূলক। এখন আপনি যদি আধার কার্ড যদি আপডেট করতে যান, তাহলে 50 টাকা চার্জও দিতে হয় আপনাকে। কিন্তু এখন যেহেতেু একটা বড় অংশের মানুষের আধার আপডেট জরুরি হয়ে পড়েছে, যাঁদের এই প্রমাণপত্রটি দশ বছরেরও বেশি পুরনো, UIDAI একটি সুখবর জানিয়েছে। মার্চেই তারা জানিয়েছিল যে, 14 জুন পর্যন্ত আধার আপডেটের জন্য নাগরিকদের একটা পয়সাও খরচ করতে হবে না। তাই,বিনা পয়সায় এই পরিষেবা পেতে আপনার আধার কার্ডটি যত দ্রুত সম্ভব আপডেট করিয়ে নিন।

Aadhaar Update করলে কি Aadhaar Number বদলে যায়?

আধার কার্ড আপগ্রেডেশনের বেশ কিছু কাজ আপনি বাড়ি বসে অনলাইনেও করতে পারেন। তবে জরুরি বেশ কিছু তথ্য আপডেট করতে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয়। তবে আধার কার্ড আপডেট করলে তার নম্বরটি বদলে যায় কি না, সে বিষয়ে বহু মানুষের মনে ধন্দ রয়েছে। এমনটা আবার হয় নাকি?

না, Aadhaar Card আপডেট করলে কখনই তার নম্বর বদলায় না। UIDAI-এর তরফ থেকে পরিষ্কার করা হয়েছে, আপনাকে আধার কার্ড ইস্যু করার সময় যে নম্বর দেওয়া হয়েছিল, আপডেট করার পরেও সেই একই নম্বর থাকবে। তাই, আধার আপডেটের বিষয়ে আপনি এক্কেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। আপডেট করলে Aadhaar Number বদলে যাওরা কোনও সম্ভাবনা নেই।

14 জুন আসতে যেহেতু হাতে আর দেড় মাস সময় আছে, তাই বিনামূল্যে পরিষেবা পেতে তড়িঘড়ি Aadhaar Update করে নিন।