AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UIDAI Alert: 14 জুন শেষ দিন, তার আগেই বিনামূল্যে Aadhaar আপডেটের সহজ প্রক্রিয়া জেনে নিন

Aadhaar Update: আধার সংক্রান্ত তথ্যগুলি আপডেট করতে 50 টাকা খরচ হয়, যার মধ্যে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস (PoA) এবং প্রুফ অফ আইডেন্টিটি (PoI)। কিন্তু 14 জুনের আগে যদি আপনি আধার কার্ড আপডেট করতে পারেন, তাহলে এক টাকাও চার্জ করা হবে না আপনাকে।

UIDAI Alert: 14 জুন শেষ দিন, তার আগেই বিনামূল্যে Aadhaar আপডেটের সহজ প্রক্রিয়া জেনে নিন
চটজলদি কীভাবে আধার আপডেট করবেন, জেনে নিন।
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 1:16 PM
Share

Aadhaar Card-এর সমস্ত তথ্য বিনামূল্যে আপডেট করা হবে, সম্প্রতি এই ঘোষণা করেছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তবে তা চিরকালের জন্য নয়, আগামী তিন মাসের জন্যই ভারতীয়দের সব আধার তথ্য আপডেট করা হবে। অনেকেই আছেন, যাঁদের Aadhaar কার্ডে নাম থেকে শুরু করে ফোন নম্বর, ঠিকানা-সহ অনেক কিছুই ভুল থাকে। তার মধ্যে কিছু পরিবর্তন আপনি অনলাইনে বিনে পয়সায় করে নিতে পারেন। কিন্তু জরুরি তথ্যগুলি আপডেট করাতে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার কেন্দ্রে যেতে হয়। সেখানে গিয়ে আপনাকে টাকাও খরচ করতে হয়। তাই, বিনামূল্যে আধার আপডেট করার এই সুযোগ আপনি হাতছাড়া করতে যাবেন কেন! Aadhaar সংক্রান্ত তথ্যগুলি আপডেট করতে 50 টাকা খরচ হয়, যার মধ্যে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস (PoA) এবং প্রুফ অফ আইডেন্টিটির (PoI) মতো বিষয়গুলি। আধার কার্ড যদি অনেক দিন আগে ইস্যু করা হয়, তাহলে এই তথ্যগুলি কিন্তু এখন আপডেট করে নেওয়াটাও জরুরি।

অনলাইনে আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করার বিষয়ে UIDAI-এর তরফ থেকে দাবি করা হয়েছে, “উন্নত জীবনযাত্রা, উন্নত পরিষেবা সরবরাহ এবং অথেন্টিকেশনের সাকসেস রেট বাড়াতে” সাহায্য করে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, Aadhaar কার্ডে ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করার বিষয়টি কিন্তু বাধ্যতামূলক নয়। তবুও আপডেট করার পদ্ধতিটি খুব সহজ, কয়েক সেকেন্ডের মধ্যেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

অনলাইনে Aadhaar Card-এর ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করার জন্য আপনাকে UIDAI ওয়েবসাইট থেকে আধার সেল্ফ সার্ভিস পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আধার নম্বর এবং OTP দিয়ে লগ ইন করতে হবে। ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করলে ইউজাররা দেখে নিতে পারবেন যে, তাঁদের আধার কার্ডে কী-কী তথ্য এই মুহূর্তে রয়েছে। এবারে ভেরিফিকেশনের জন্য ড্রপ-ডাউন লিস্ট থেকে ওরিজিনাল ডকুমেন্টগুলির স্ক্যান কপি আপলোড করা যেতে পারে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে ইউজারদের সার্ভিস রিকোয়েস্ট নম্বরটি নোট করে রাখতে হবে, যাতে আধার তথ্য আপডেট কতদূর হল, তার ট্র্যাক করা যায়।

আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করতে গেলে 50 টাকা খরচ করতে হয়। কিন্তু 14 জুনের মধ্যে আপনি যদি আধার কার্ডের যে কোনও তথ্য বদলাতে চান, তাহলে তা সম্পূর্ণ বিনামূল্যেই করা হবে আপনার জন্য। UIDAI-এর এই ঘোষণা ভারতের বহু পরিবারের জন্য সুবিধাজনক হতে চলেছে এবং তার ফলে আপডেটের কাজগুলি আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে দিয়ে শেষমেশ উন্নত পরিষেবা দেওয়া বা অথেন্টিকেশনের দিক থেকেও সাকসেস রেট আগের থেকে আরও বাড়বে বলেই আশা করছে UIDAI।