Affordable Data Plan: ডেটা প্ল্যানে Jio-কে পিছনে ফেলল Airtel, মাত্র 49 টাকায় উপভোগ করুন প্রচুর ডেটা
Cheapest Data Plan: প্ল্যানটির দাম 49 টাকা। আপনার মনে হতে পারে, এত কম দামে কী-ই বা আর সুবিধা দেবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এত কম খরচায় অনেক সুবিধা পাবেন। এটি একটি ডেটা প্যাক।

টেলিকম কোম্পানিগুলি দিনের পর দিন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েই চলেছে। সেই সঙ্গে বেড়ে চলেছে আপনার মাসিক খরচ। কিন্তু রিচার্জ না করলেই নয়। Airtel তার প্রিপেইড ইউজ়ারদের জন্য একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটির দাম 49 টাকা। আপনার মনে হতে পারে, এত কম দামে কী-ই বা আর সুবিধা দেবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এত কম খরচায় অনেক সুবিধা পাবেন। এটি একটি ডেটা প্যাক। এর মানে হল, যদি আপনার বেস প্ল্যানের ডেটা সুবিধা শেষ হয়ে যায়, তাহলে আপনি এই প্ল্যান থেকে রিচার্জ করে অতিরিক্ত ডেটার সুবিধা নিতে পারেন। এই প্ল্যানে আপনি কত দিনের বৈধতা এবং কত জিবি ডেটা পাবেন? চলুন জেনে নেওয়া যাক।
Airtel-এর 49 টাকার প্ল্যান:
49 টাকার এই এয়ারটেল ডেটা প্ল্যানে, আপনাকে কোম্পানির তরফ থেকে 6 জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে। তবে এই প্ল্যানে মাত্র 1 দিনের বৈধতা দেওয়া হচ্ছে। এর মানে হল যে আপনি যদি মনে করেন যে, একদিনে 6 জিবি ডেটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। অনেক সময় এমন হয় যে, বিশেষ কোনও কাজের জন্য বেশি ডেটার প্রয়োজন পড়ে। তখন আপনি এই রিচার্জটি করে নিতেই পারেন। এতে ডেটা শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা থাকবে না। শুধু Airtel নয়, আপনি এই 6 জিবি ডেটার সুবিধা Jio-তেও পেয়ে যাবেন। তবে তার দামটা এর তুলনায় একটু বেশি।
Reliance Jio-এর 61 টাকার প্ল্যান:
আপনার মনে প্রশ্ন আসতেই পারে, 6 জিবি ডেটার জন্য আপনি কেন বেশি টাকা খরচ করবেন? এর উত্তর হল, আপনি Jio-এর এই 61 টাকার প্ল্যানে বেশি দিনের বৈধতা পাবেন। এমন অনেকেই আছেন, যারা একদিনের মধ্যে 6 জিবি ডেটা শেষ করতে পারবেন না। তাদের জন্য এই প্ল্যানটি একেবারে উপযুক্ত। যতদিন আপনার রিচার্জ প্ল্যানটি থাকবে। ততদিনই এই প্ল্যানটিও থাকবে। অর্থাৎ আপনি চাইলে একবার এটি রিচার্জ করে নিয়ে কয়েকদিন ধরেও ব্যবহার করতে পারেন। তাই কোম্পানির তরফে এই প্ল্যানটির দাম Airtel-এর থেকে বেশি রাখা হয়েছে। এবার কোন প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত, তা আপনি নিজেই বুঝে যাবেন।
