49 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল Airtel?

Airtel Unlimited Data Plan: এয়ারটেল ব্যবহারকারীরা এখন আগের থেকে অনেক বেশি ডেটা পেয়ে যাবে। তবে হঠাৎই এই বিরাট পরিবর্তন করার পিছনে রয়েছে ব্যবহারকারীদের সংখ্যা বাড়ানো। Airtel-এর 49 টাকার প্ল্যানে আগে কী পাওয়া যেত আর এখন কী পাবেন? এ

49 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল Airtel?
Follow Us:
| Updated on: Feb 13, 2024 | 5:30 PM

Airtel প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানি তার 49 টাকার সবচেয়ে সস্তা ডেটা প্যাকে একটি বড় পরিবর্তন করেছে। এই প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীরা এখন আগের থেকে অনেক বেশি ডেটা পেয়ে যাবে। তবে হঠাৎই এই বিরাট পরিবর্তন করার পিছনে রয়েছে ব্যবহারকারীদের সংখ্যা বাড়ানো। Airtel-এর 49 টাকার প্ল্যানে আগে কী পাওয়া যেত আর এখন কী পাবেন? এছাড়াও কোম্পানি 100 টাকার কম মধ্যে অন্য কোন প্ল্যান অফার করে যা আনলিমিটেড ডেটা অফার করে? তা দেখে নেওয়া যাক।

এয়ারটেলের 49 টাকার প্ল্যান…

49 টাকার এই রিচার্জ প্ল্যানে, এর আগে কোম্পানি শুধুমাত্র 6 জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারকারীদের অফার করতো। কিন্তু এখন 49 টাকা খরচ করে আপনি আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। নতুন সুবিধা সহ 49 টাকার এই সাশ্রয়ী ডেটা প্ল্যানটি কোম্পানির অফিসিয়াল সাইটে ইতিমধ্য়েই তালিকাভুক্ত করা হয়েছে।

Airtel-এর 49 টাকার প্ল্যানের বৈধতা কতদিন?

49 টাকার Airtel প্রিপেড প্ল্যানে আপনি 1 দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানটি 20 GB-এর FUP সীমা সহ আসে, এর মানে হল ডেটা আনলিমিটেড কিন্তু 20 GB ডেটা ব্যবহার করার পরে, গতি কমে 64 Kbps হয়ে যাবে। এইভাবে দেখা গেলে, প্রতি জিবি খরচ হবে মাত্র 2.45 টাকা। এছাড়াও এয়ারটেলের বেশ কয়েকটি সস্তার প্ল্যান রয়েছে।

আরেকটি আনলিমিটেড প্ল্যান…

49 টাকা ছাড়াও, Airtel-এর আরও একটি ডেটা প্ল্যান রয়েছে 100 টাকার কম যা ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা অফার করে এবং এই প্ল্যানের দাম 99 টাকা। Airtel 99 প্ল্যানে আপনাকে একের পরিবর্তে দুই দিনের বৈধতা দেওয়া হবে, যেমন 49 টাকা, এই প্ল্যানটি 20 GB এর FUP সীমা পেয়ে যাবেন।