Audi Q7 লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে, দাম 88.08 লাখ টাকা

Audi Q7 SUV-র একটি Limited Edition লঞ্চ হল ভারতে। মূলত গাড়িটিতে কেবল কসমেটিক আপগ্রেড দেওয়া হয়েছে। এর দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Audi Q7 লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে, দাম 88.08 লাখ টাকা
Audi Q7-এর লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 3:13 PM

Audi Q7-এর একটি লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে। মূলত উৎসবের মরশুমেই এই বিশেষ অওডি কিউ সেভেন এডিশন নিয়ে আসা হয়েছে ভাতে। কেবল মাত্র 50টি ইউনিট বিক্রি করা হবে গাড়িটির। Audi Q7 লিমিটেড এডিশনটি শুধুমাত্র কসমিক কিছু আপগ্রেড পেয়েছে। এই SUV-র মেক্যানিক্যালি কোনও পরিবর্তন করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এর দাম কত? Audi Q7 লিমিটেড এডিশন লঞ্চ করা হয়েছে 88,08,000 টাকা (এক্স শোরুম)। টেকনোলজি ট্রিমের উপরেই ভিত্তি করে নতুন লিমিটেড এডিশনটি তৈরি করা হয়েছে।

Audi Q7 লিমিটেড এডিশনের ফিনিশিং করা হয়েছে ব্যারিক ব্রাউন পেইন্ট শেডে, যা এই নতুন ভ্যারিয়েন্টের এক্সক্লুসিভ কালেকশন। গ্রিল ডিজ়াইন নতুন করে সাজানো হয়েছে, তবে অক্টাগোনাল আউটলাইন আগের মতোই থাকছে। এছাড়াও SUV-র সামনের দিকটা সাধারণ মডেলের থেকে একটু অন্যরকম করার জন্য নতুন সিল ট্রিম দেওয়া হয়েছে।

স্ট্যান্ডার্ড হিসেবে নতুন গাড়িটিতে হাই-গ্লস স্টাইলিং প্যাকেজ দেওয়া হয়েছে। অ্যাডাপ্টিভ উইন্ডশিল্ড ওয়াইপার্স ইন্টিগ্রেটেড করা হয়েছে ওয়াশার নজ়েলের সঙ্গে। প্রান্তেরয়েছে 19 ইঞ্চির 5 স্পোক স্টার-স্টাইল অ্যালয় হুইল। এছাড়াও অওডি তার নতুন Q7 লিমিটেড এডিশনে প্যানোরমিক সানরুফ দিয়েছে।

কেবিনে দেওয়া হয়েছে ভার্চুয়াল ককপিট, যাকে অওডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলছে। একাধিক কনফিগারেবিলিটি অফার করছে এটি। গাড়িটির সেন্টার কনসোলে রয়েছে দুটি বড় টাচস্ক্রিন। উপরে দেওয়া হয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং নিচের দিকে রয়েছে ক্লাইমেট কন্ট্রোলের জন্য আর একটি। গাড়িটিতে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের জন্য 30টি ভিন্ন শেডস রয়েছে। এছাড়া Audi এই নতুন Q7 গাড়িটি সেভেন সিটার অপশনে হাজির করেছে, যেখানে থার্ড রো সিট ইলেকট্রিক্যালি ফোল্ড করা যেতে পারে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে B&O প্রিমিয়াম 3D সাউন্ড সিস্টেম ও তার সঙ্গে সাবউফার ও একটি অ্যাম্প্লিফায়ার। গাড়িটিতে লেদার আপহোলস্ট্রি, পাওয়ার্ড ফ্রন্ট সিটস ও তার সঙ্গে ড্রাইভার-সাইড মেমোরি ফাংশন, সেকেন্ডে রো সিটস ও তার সঙ্গে অ্যাডজাস্টেবল ফোর অ্যান্ড অ্যাফ্ট পজ়িশন এবং রিক্লাইন, ফোর-জ়োন ক্লাইমেট কন্ট্রোল, কিলেস এন্ট্রি, কিক টু ওপেন ইলেকট্রিক টেইলগেট এবং ক্রুজ় কন্ট্রোল ও তার সঙ্গে স্পিড লিমিটার দেওয়া হয়েছে। আটটি এয়ারব্যাগস, একটি 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা এবং লেন ডিপার্চার ওয়ার্নিং দেওয়া হয়েছে।

Audi Q7 লিমিটেড এডিশনে একটি 3.0 লিটারের V6 TFSI ইউনিট দেওয়া হয়েছে, যা সর্বাধিক 340 hp পাওয়ার এবং 500 Nm পিক টর্ক দিতে পারে। এই SUV গাড়িটি মাত্র 5.9 সেকেন্ডের মধ্যেই 100 kmph স্পিড তুলতে পারে এবং এর টপ স্পিড 250 kmph। গাড়ির ইঞ্জিনে দেওয়া হয়েছে 48 ভোল্ট হাইব্রিড সিস্টেম এবং কোয়াট্রো অল-হুইল ড্রাইভ ।