AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Vida V1-এর অনন্য নজির! 24 ঘণ্টায় একটানা 1780 কিমি পথ চলে ই-স্কুটারের ঠাঁই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

Guinness World Record For A E-Scooter: প্রথম ই-স্কুটার, যা 24 ঘণ্টা নন-স্টপ চলার পরে 1780 কিলোমিটার পথ অতিক্রম করে। এর আগে কোনও ইলেকট্রিক স্কুটার একনাগাড়ে এতটা পথ অতিক্রম করেনি। সর্বাধিক 350 কিলোমিটার চলার নজির দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি বিদ্যুচ্চালিত স্কুটার।

Hero Vida V1-এর অনন্য নজির! 24 ঘণ্টায় একটানা 1780 কিমি পথ চলে ই-স্কুটারের ঠাঁই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হিরো ইলেকট্রিক স্কুটার।
| Edited By: | Updated on: May 12, 2023 | 12:57 PM
Share

Hero Vida V1 World Record: ইলেকট্রিক মোবিলিটি সেগমেন্টে প্রবেশ করা মাত্রই বিশ্ব রেকর্ড গড়ল Hero MotoCorp। সেই রেকর্ড তৈরি হল সংস্থার Vida V1 ইলেকট্রিক স্কুটার দিয়ে। এটি সংস্থার প্রথম ই-স্কুটার, যা 24 ঘণ্টা নন-স্টপ চলার পরে 1780 কিলোমিটার পথ অতিক্রম করে। এর আগে কোনও ইলেকট্রিক স্কুটার একনাগাড়ে এতটা পথ অতিক্রম করেনি। সর্বাধিক 350 কিলোমিটার চলার নজির দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি বিদ্যুচ্চালিত স্কুটার। সেই সব কিছুকে ছাপিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল Hero MotoCorp-এর Vida V1।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার পর গাড়িটির জন্য শিরোনামে লেখা হয়েছে, “এটিই এখনও পর্যন্ত একমাত্র ইলেকট্রিক স্কুটার, যার দ্বারা অতিক্রান্ত 24 ঘণ্টার মধ্যে সর্বাধিক দূরত্ব হল 1780 কিমি। হিরো মটোকর্পের Vida V1 ই-স্কুটারটি 2023 সালের 20 থেকে 21 এপ্রিল পর্যন্ত ভারতের হিরো সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (সিআইটি) জয়পুরে এই রেকর্ডটি তৈরি করেছে।”

Vida V1 ইলেকট্রিক স্কুটারে রয়েছে রিমুভেবল ব্যাটারি এবং এই মুহূর্তে বাজারে সেরার সেরা পারফরম্যান্স, রেঞ্জ এবং সর্বাধিক স্পিডের মিশেল হল এটি। এই রেকর্ড আসলে প্রোডাক্টের ইঞ্জিনিয়ারিংয়ের দিকটি তুলে ধরেছে। সেই সঙ্গেই আবার স্কুটারটি যে কোনও পরিবেশে পারফর্ম করার ক্ষমতা প্রদর্শন করে নিজেকে একটি শক্তিশালী পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে।

গত 20 এপ্রিল রেকর্ডটি তৈরি করেছিল ছয় জনের একটি চালকের দল। সে দিন তাঁরা সকাল 6:45-এ যাত্রা শুরু করে Vida V1 রাইড করতে একটি রিলে ফর্ম্যাটে যাচ্ছিলেন। তাঁরা ঠিক তার পরের দিন অর্থাৎ 21 এপ্রিল ঠিক রাত 2টোয় আগের স্কুটারে গড়া রেকর্ডটি ভেঙে দেন এবং সেই দিন সকালে 6:45 AM নাগাদ ফাইনাল ল্যাপটি সম্পন্ন হয়। মাত্র 20 সেকেন্ডের জন্য কয়েক বার ব্রেক নেওয়া হয় এবং তা ব্যাটারি সোয়্যাপের জন্য।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল বিচারক স্বপ্নিল দাঙ্গারিকর বলছেন, “এটি একটি অসাধারণ কৃতিত্ব। কারণ, আগের রেকর্ডটি 350 কিলোমিটারে তৈরি হয়েছিল। তার থেকেও বড় কথা হল, এই রেকর্ড তৈরি হয়েছে জয়পুরের গ্রীষ্মের তীব্র গরমে। Hero MotoCorp-এর Vida V1 এই কারণেই আশ্চর্যজনক!”