প্রকাশ্যে Honda-র নতুন ইলেকট্রিক স্কুটার, জমকালো লুক আর জম্পেশ ফিচার্স

Honda Electric Scooter: Honda ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দিয়ে জানিয়েছে যে, SC e: হল একটি কনসেপ্ট মাত্র, তার প্রোটোটাইপের ঝলক দেখানো হয়েছে। ঠিক এই মুহূর্তেই এই স্কুটারের প্রোডাকশন শুরু করার কোনও পরিকল্পনা নেই সংস্থাটির। তবে এটিকে Activa-র উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি। তবে, স্কুটারের ডিজ়াইন ফিউচারিস্টিক।

প্রকাশ্যে Honda-র নতুন ইলেকট্রিক স্কুটার, জমকালো লুক আর জম্পেশ ফিচার্স
নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে হন্ডা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 12:30 PM

Latest Electric Scooter: জাঁকজমক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে জাপান মোবিলিটি শো। সেখানেই ভবিষ্যতের মোবিলিটি সলিউশনগুলির এক-এক করে ঝলক দেখাচ্ছে বিশ্বের নামজাদা গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। তার মধ্যে বেশ কিছু কনসেপ্ট ভেহিকল রয়েছে, যা ইতিমধ্যেই মোবিলিটি শো’তে শোকেস করেছে গ্লোবাল অটো ম্যানুফ্যাকচারাররা। আর সেই মডেলগুলি আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ববাজারে চলে আসবে। এই ইভেন্টেই তাক লাগিয়ে দিল Honda। সংস্থাটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের পর্দা উন্মোচন করল। সেই ই-স্কুটারের নাম Honda SC E।

বৈদ্যুতিক গতিশীলতার বিপ্লবে মনোনিবেশ করে একের পর এক চমক নিয়ে বাজারে হাজির হচ্ছে Honda। বিশ্বের বিভিন্ন প্রান্তে জাপানের এই অটো জায়ান্টটি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। তবে ভারতে এখনও পর্যন্ত হন্ডার কোনও বিদ্যুচ্চালিত স্কুটার লঞ্চ হয়নি। টু-হুইলার সেগমেন্টে এবার আরও একটি চমৎকার ইলেকট্রিক দু-চাকা নিয়ে আসছে Honda, যা এখনও কনসেপ্টের পর্যায়ে রয়েছে।

Honda ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দিয়ে জানিয়েছে যে, SC e: হল একটি কনসেপ্ট মাত্র, তার প্রোটোটাইপের ঝলক দেখানো হয়েছে। ঠিক এই মুহূর্তেই এই স্কুটারের প্রোডাকশন শুরু করার কোনও পরিকল্পনা নেই সংস্থাটির। তবে এটিকে Activa-র উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি। তবে, স্কুটারের ডিজ়াইন ফিউচারিস্টিক। সাধারণত, হালফিলের কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকলে যে সব র‌্যাডিকল ভিজ়ুয়াল এলিমেন্ট দেখা যায়, সেগুলি দেওয়া থেকে বিরত থেকেছে হন্ডা।

SC e: ইলেকট্রিক স্কুটারের সামগ্রিক প্রোফাইল আধুনিক স্কুটারগুলির মতোই। স্কুটারের সামনের আলোকিত হন্ডা ব্র্যান্ডিং সহ একটি LED লাইট বার এটিকে এক্কেবারে স্বতন্ত্র পরিচয় দেয়। স্কুটারের ফ্রন্ট লাইটিং প্যানেলে ব্লু অ্যাক্সেন্টে ইলেকট্রিফায়িং টাচ দেওয়া হয়েছে। পাশাপাশি এই একই টাচ আবার হ্যান্ডেলবার থেকে শুরু করে ফ্লোরবোর্ড, টেইল সেকশন এবং বাব মোটরেও রয়েছে।

Honda SC e ইলেকট্রিক স্কুটারটি দেখতে অনেকটাই EM 1e-এর মতো, যা এই মুহূর্তে ইউরোপের বাজারে জাঁকিয়ে ব্যবসা করছে। তবে EM 1e-এর তুলনায় লেটেস্ট SC e আকারে কিছুটা ছোট। রিমুভেবল ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে স্কুটারে, যা সিটের নিচে প্লেস করা হচ্ছে। যেহেতু ব্যাটারি এই স্কুটারের সিটের নিচের অনেকখানি জায়গা খেয়ে নিচ্ছে, তাই সেখানে আলাদা করে জিনিসপত্র রাখার ততটাও জায়গা ফাঁকা থাকবে না।

রিমুভেবল বা সোয়্যাপেবল ব্যাটারি প্যাকের এক-একটার ক্যাপাসিটি 1.3 kWh, যাকে মোবাইল পাওয়ার প্যাক বলছে হন্ডা। তবে স্কুটারটির মোটর স্পেসিফিকেশন-সহ আউটপুট বা রেঞ্জ সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি এখনও পর্যন্ত সংস্থার তরফ থেকে জানানো হয়নি। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ড্রাম ব্রেক সেটআপ যে থাকছে, এটুকু নিশ্চিত করা গিয়েছে। 12 ইঞ্চির চাকায় দৌড়বে এই হন্ডা ইলেকট্রিক স্কুটার।