TVS Ronin এবার বিশেষ অবতারে হাজির, লুকে একাধিক চমক

TVS Ronin-এর এবার একটি স্পেশ্যাল এডিশন লঞ্চ হল ভারতে। দেশজুড়ে যে উৎসবের মরশুম চলছে, তাকে মাথায় রেখেই রনিনের স্পেশ্যাল এডিশনটি নিয়ে আসা হয়েছে। বাইকটির দাম 1,72,700 টাকা (এক্স-শোরুম)। রনিনের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় এই নতুন মডেলটি একাধিক কসমিক আপগ্রেড পেয়েছে।

TVS Ronin এবার বিশেষ অবতারে হাজির, লুকে একাধিক চমক
রনিন এবার বিশেষ অবতারে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 11:34 PM

TVS Ronin বাইকটি খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একদিকে বাইকের লুক যেমন কেতাদুরস্ত, তেমনই তাতে রয়েছে নজরকাড়া একাধিক ফিচার্স। সেই TVS Ronin-এর এবার একটি স্পেশ্যাল এডিশন লঞ্চ হল ভারতে। দেশজুড়ে যে উৎসবের মরশুম চলছে, তাকে মাথায় রেখেই রনিনের স্পেশ্যাল এডিশনটি নিয়ে আসা হয়েছে। বাইকটির দাম 1,72,700 টাকা (এক্স-শোরুম)। রনিনের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় এই নতুন মডেলটি একাধিক কসমিক আপগ্রেড পেয়েছে। যদিও এই স্পেশ্যাল এডিশনের ফিচার ও স্পেসিফিকেশনও স্ট্যান্ডার্ড মডেলের মতো একই থাকছে।

TVS Ronin স্পেশ্যাল এডিশনে একাধিক জরুরি আপডেট

রনিন বাইকটির স্পেশ্যাল এডিশনটিতে নতুন গ্রাফিক দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড রনিন রেঞ্জের সঙ্গেই তা খাপ খাইয়ে মেলানো হয়েছে। এই এডিশনটি এখন গ্রে কালারের ট্রিপল টোন স্কিম পেয়েছে এবং তা প্রাইমারি শেড হিসেবেই রাখা হয়েছে। তার সঙ্গে আবার জুড়ে দেওয়া হয়েছে রেড স্ট্রাইপ, যা আসলে বাইকে একটি তৃতীয় টোন (ট্যাঙ্ক ও সাইড প্যানেল দুই দিকেই) হিসেবে ব্যবহার করা হয়েছে। তাক লাগানোর মতো বিষয়টি হল বাইকে যে ভাবে ‘R’ লোগো প্যাটার্নটি দেওয়া হয়েছে।

এদিকে আবার হুইল রিমেও দেওয়া হয়েছে ‘TVS RONIN’ ব্র্যান্ডিং। আবার লোয়ার পোর্শন অল ব্ল্যাক থিমের। সেই একই ব্ল্যাক থিম আবার হেডল্যাম্প বেজ়েলেও রয়েছে। এছাড়া এই স্পেশ্যাল এডিশনে আগে থেকেই ফিট করা অ্যাক্সেসারিজ় থাকছে, যার মধ্যে রয়েছে ইউএসবি চার্জার, একটি ফ্লাইস্ক্রিন এবং অনন্য ভাবে ডিজ়াইন করা EFI কভার। স্পেশ্যাল এডিশনের রনিন এখন একটি নতুন নিম্বাস গ্রে কালারেও পাওয়া যাবে।

TVS Ronin: ফিচার ও স্পেসিফিকেশন

ফিচার্সের দিক থেকে এই TVS Ronin বাইকে রয়েছে ফুল LED লাইটিং, একটি অফ-সেট LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে TVS SmartXonnect ব্লুটুথ মডিউল, দুটি ABS মোড- রেইন ও রোড, স্লিপার ক্লাচ এবং গ্লাইড থ্রু টেকনোলজি।

পাওয়ারের জন্য বাইকটিতে দেওয়া হয়েছে 225.9cc সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড মোটর, যা 20.2 bhp দিতে পারে 7,750rpm-এ এবং 19.93 Nm পিক টর্ক দিতে পারে 3,750rpm-এ। ইঞ্জিনটি লিঙ্ক করা রয়েছে একটি ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। হার্ডওয়্যার স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, একটি সেভেন স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক, 300mm ফ্রন্ট ডিস্ক এবং একটি 240mm মোটর।