মারকাটারি ক্রুজ়ার Keeway V302C এসে গেল ভারতে, মাত্র 10 হাজার টাকায় বুকিং

Keeway Latest Cruiser Bike: ভারতে লঞ্চ হল কিওয়ের নতুন ক্রুজ়ার বাইক, যার নাম Keeway V302C। বাইকটির দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

মারকাটারি ক্রুজ়ার Keeway V302C এসে গেল ভারতে, মাত্র 10 হাজার টাকায় বুকিং
Keeway V302C: ভারতে কিওয়ের চতুর্থ বাইক।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 7:38 PM

Keeway V302C Price, Features:কিওয়ে ভারতে তাদের চতুর্থ মোটরসাইকেলটি লঞ্চ করে দিল, যার নাম Keeway V302C। সংস্থার এই লেটেস্ট ক্রুজ়ার বাইকটির দাম 3.89 লাখ টাকা। মোটরসাইকেলটির বুকিং ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে, যার জন্য কাস্টমারদের খরচ করতে হবে মাত্র 10,000 টাকা। Keeway V302C ক্রুজ়ার-টাইপ মোটরসাইকেলটি তার আগের K-Light 250V-এর আপগ্রেডেড ভার্সন। নতুন বাইকে এমনই কিছু আপগ্রেডেড ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে যে, সরাসরি টক্কর দেওয়ার মতো বাইক এই মুহূর্তে দেশের মার্কেটে আর নেই। যদিও রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার 650 এবং কন্টিনেন্টাল GT 650-এর সঙ্গে Keeway V302C-র কিছুটা টক্কর দেওয়ার সম্ভাবনা আছে।

Keeway-র নতুন ক্রুজ়ার বাইকটিতে রয়েছে 298 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যাতে V কনফিগারেশন দেওয়া হয়েছে। লিক্যুইড কুলড ইঞ্জিন রয়েছে এতে, তার সঙ্গে SOHC সেটআপও থাকছে। এই ইঞ্জিনটি 8,500 rpm-এ সর্বাধিক 29.5 hp পাওয়ার আউটপুট এবং 6,500 rpm-এ 26.5 Nm পিক টর্ক উৎপাদন করতে পারে। 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা ইঞ্জিনটি রিয়ার হুইলে পাওয়ার ট্রান্সফার করে বেল্ট ড্রাইভ সিস্টেমের মাধ্যমে।

Keeway V302C বাইকটি ধূসর, কালো এবং লাল, এই তিনটি কালার অপশনে অফার করা হচ্ছে। ক্রুজ়ার বাইকটি দৈর্ঘ্যে 2,120 mm, প্রস্থে 836 mm এবং 1,050 mm লম্বা। 1,420 mm হুইলবেস রয়েছে বাইকটির এবং তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158mm, যার মাধ্যমে খুব সহজেই যে কোনও স্পিড ব্রেকার অতিক্রম করা যাবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 15 লিটার এবং সিট হাইট 690 mm, যা খুব সহজেই অ্যাক্সেসিবেল।

বাইকটির ফ্রন্টে সাসপেনশন ডিউটির জন্য রয়েছ আপ-সাইড ডাউনটেলিস্কোপিক ফর্ক ও তার সঙ্গে 120 mm ট্রাভেল ও গ্যাস-চার্জড কয়েল স্প্রিং, পিছনে রয়েছে কেবল 42 mm ট্রাভেল। V302C বাইকটিতে ইক্যুইপ করা রয়েছে বার-এন্ড মিররস, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইটিং ইত্যাদি।

ব্রেকিং ডিউটির জন্য Keeway V302C বাইকের সামনে রয়েছে 300 mm ডিস্ক এবং পিছনে রয়েছে 240 mm ডিস্ক। ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে বাইকটিতে, যা স্ট্যান্ডার্ড হিসেবেই অফার করা হচ্ছে। বাইকটির ফ্রন্ট টায়ারের পরিমাপ 120/80, রয়েছে 16 ইঞ্চির অ্যালয় হুইল। অন্যদিকে পিছনের টায়ারের পরিমাপ 150/80 এবং 15 ইঞ্চির অ্যালয় রয়েছে। মোটরসাইকেলটির টায়ারগুলি টিউবলেস।