Maruti Suzuki-র বিলাসবহুল ‘Engage’ আসছে 5 জুলাই, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
Maruti Suzuki Engage গাড়িটি একটি প্রিমিয়াম 7-সিটার হতে চলেছে। বিলাসবহুল গাড়িটি যে শুধুই Maruti Suzuki তৈরি করছে তা নয়। Toyota-ও হাত লাগিয়েছে গাড়িটি তৈরি করতে। এখন মজাদার বিষয়টি হল, এই Engage গাড়িটিই টক্কর দিতে চলেছে Toyota Innova HyCross-এর সঙ্গে।
5 জুলাই Maruti Suzuki তার বহু প্রতীক্ষিত Engage MPV নিয়ে আসছে দেশে। Toyota-র জনপ্রিয় MPV, Innova HyCross-এর রিব্যাজড ভার্সন হতে চলেছে গাড়িটি। এখনও পর্যন্ত Maruti-র সর্ববৃহৎ এবং সবথেকে প্রিমিয়াম গাড়ি হতে চলেছে এটি। তবে তার দামও হতে চলেছে বেশ চড়া। Maruti Engage MPV-র একটি হাইব্রিড ভ্যারিয়েন্ট থাকছে। ইকো-ফ্রেন্ডলি মোবিলিটির দিকে লক্ষ্য রেখেই তৈরি করা হচ্ছে গাড়িটি। পাশাপাশি এই গাড়িটির মধ্যে দিয়েই Maruti-র Nexa পোর্টফোলিও-র সম্প্রসারণ হতে চলেছে। মারুতির এই এনগেজ গাড়িটি একটি প্রিমিয়াম 7-সিটার হতে চলেছে। বিলাসবহুল গাড়িটি যে শুধুই Maruti Suzuki তৈরি করছে তা নয়। Toyota-ও হাত লাগিয়েছে গাড়িটি তৈরি করতে। এখন মজাদার বিষয়টি হল, এই Engage গাড়িটিই টক্কর দিতে চলেছে Toyota Innova HyCross-এর সঙ্গে।
পেট্রল ইঞ্জিনের হাইব্রিড গাড়ি
গাড়িটির একটি টিজ়ার ছবি সোশ্যাল মিডিয়ায় রিলিজ় করা হয়েছে। Maruti Suzuki Engage গাড়িটি একটি পেট্রল-ইঞ্জিন হাইব্রিড গাড়ি। এতে রয়েছে 2.0 লিটারের পেট্রল ইঞ্জিন, যা 186 PS পাওয়ার জেনারেট করতে পারে এবং 206 Nm টর্ক উৎপন্ন করতে পারে বলে জানা গিয়েছে।
CVT অটোমেটিক ট্রান্সমিশন
Maruti Suzuki Engage গাড়িতে দেওয়া হচ্ছে CVT অটোমেটিক ট্রান্সমিশন। একাধিক আকর্ষণীয় ফিচার্স থাকছে গাড়িটিতে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ADAS, 360 ডিগ্রি ক্যামেরা, Ottoman ফাংশন, 10 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ডায়ল-পেন প্যানোরমিক সানরুফ। তবে গাড়িটির দাম কত হতে পারে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Toyota ও Suzuki তৈরি করছে এই গাড়ি
2018 সালে Toyota ও Suzuki-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দুই সংস্থাই একে অপরের গাড়ি তৈরি এবং বিক্রি করবে, এই মর্মে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ইতিমধ্যেই দুটি সংস্থার যৌথ উদ্যোগে ভারতে তৈরি হয়েছে Grand Vitara, Urban Cruiser, Hyryder এবং Glanza০-র মতো একাধিক মডেল।