1.74 লাখে নতুন Royal Enfield Bullet 350 লঞ্চ হল ভারতে, লুক এক থাকলেও একাধিক নতুন ফিচার্স
Royal Enfield Bullet 350-এর মিলিটারি কালার ভ্যারিয়েন্টগুলির দাম সবথেকে কম, 1.73 লাখ টাকা। তার ঠিক পরেই রয়েছে স্ট্যান্ডার্ড ভার্সন, যার দাম 1.97 লাখ টাকা। এক্কেবারে টপ-স্পেক ব্ল্যাক গোল্ড ভ্যারিয়েন্টের দাম 2.16 লাখ টাকা। প্রত্যেকটি মডেলের দামই ভারতে এক্স-শোরুমের।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350 লঞ্চ হয়ে গেল ভারতের বাজারে। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে বিক্রয় করা হবে নতুন Bullet 350। সেগুলি হল, মিলিটারি রেড ও ব্ল্যাক, স্ট্যান্ডার্ড মেরুন ও ব্ল্যাক এবং ব্ল্যাক গোল্ড। এদের মধ্যে মিলিটারি কালার ভ্যারিয়েন্টগুলির দাম সবথেকে কম, 1.73 লাখ টাকা। তার ঠিক পরেই রয়েছে স্ট্যান্ডার্ড ভার্সন, যার দাম 1.97 লাখ টাকা। এক্কেবারে টপ-স্পেক ব্ল্যাক গোল্ড ভ্যারিয়েন্টের দাম 2.16 লাখ টাকা। প্রত্যেকটি মডেলের দামই ভারতে এক্স-শোরুমের। ইতিমধ্যেই নতুন Bullet 350 বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে ভারতে।
দর্শনের দিক থেকে 2023 Bullet 350 বাইকটি একই রকম হতে চলেছে তার UCE ভার্সনের মতো। তবে সংস্থাটি উল্লেখযোগ্য কিছু আপগ্রেডও দিয়েছে বাইকটিতে, যা অনেকেরই ধারণার বাইরে। নতুন-প্রজন্মের এই মডেলটি J প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। এই একই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে Classic 350, Hunter 350 এবং Meteor 350। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, নতুন Bullet 350-র সঙ্গে তার UCE ভার্সনের লুক ছাড়া আর কিছুতেই মিল নেই।
পাওয়ারের জন্য নতুন Bullet 350 মোটরসাইকেলে রয়েছে 349 cc, এয়ার অয়েল কুলড ইঞ্জিন, যা অন্যন্য 350 cc মোটরসাইকেলগুলিতেও দেখা যায়। 20 bhp সর্বাধিক পাওয়ার এবং 27 Nm পিক টর্ক দিতে পারে বাইকটি। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সাসপেনশন ডিউটির খেয়াল রাখার জন্য বাইকের সামনে রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন গ্যাস-চার্জড শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে। ব্রেকিং হার্ডওয়্যারে রয়েছে ডিস্ক ব্রেক বা ডিস্ক ও ড্রাম সেটআপ, যা নির্ভর করছে বিভিন্ন ভ্যারিয়েন্টের উপরে।
Bullet 350 এর আইকনিক ডিজ়াইনে কোনও পরিবর্তন করেনি রয়্যাল এনফিল্ড। আগের মতোই সিঙ্গেল-পিস সিট, একটি সার্কুলার হ্যালোজেন হেডল্যাম্প থাকছেষ তবে, অন্যান্য মডেলের মতো ছোট হুডটি আর থাকছে না। ফুয়েল ট্যাঙ্কে আগের মতো ম্যাড্রাস স্ট্রাইপ দেওয়া হয়েছে এবং মেটাল দ্বারা প্রস্তুত Bullet 350 ব্যাজটিও থাকছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার শেয়ার করা হচ্ছে Classic 350 এর সঙ্গে, যেখানে অ্যানালগ স্পিডোমিটার, ছোট্ট ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যা সার্ভিস অ্যালার্ট দিতে থাকবে। পাশাপাশি ওডোমিটার, একটি ইকো ইন্ডিকেটর এবং ফুয়েল গজ়ও থাকছে।