AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Enfield Meteor 350 বাইকের নতুন Aurora ভার্সন এসে গেল, দাম 219,900 টাকা

নতুন মডেলটি লঞ্চ হওয়ার ফলে তা জায়গা করে নিল Stellar এবং Supernova ভ্যারিয়েন্ট দুটির পাশেই। এই নতুন Royal Enfield Meteor 350 Aurora মডেলটির দাম 219,900 টাকা। এই দাম এক্স-শোরুমের, অন-রোড প্রাইস আরও কিছুটা বেড়ে যাবে। এই বাইকের বুকিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Royal Enfield Meteor 350 বাইকের নতুন Aurora ভার্সন এসে গেল, দাম 219,900 টাকা
রয়্যাল এনফিল্ডের নতুন মডেল এল বাজারে।
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 1:15 PM
Share

Royal Enfield দেশের বাজারে একটি নতুন বাইক নিয়ে এল। সেই মোটরসাইকেলটি সংস্থার জনপ্রিয় Meteor 350-র নতুন Aurora ভ্যারিয়েন্ট। এখন এই নতুন মডেলটি লঞ্চ হওয়ার ফলে তা জায়গা করে নিল Stellar এবং Supernova ভ্যারিয়েন্ট দুটির পাশেই। এই নতুন Royal Enfield Meteor 350 Aurora মডেলটির দাম 219,900 টাকা। এই দাম এক্স-শোরুমের, অন-রোড প্রাইস আরও কিছুটা বেড়ে যাবে। এই বাইকের বুকিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

নতুন Royal Enfield Meteor 350 Aurora বাইকে মেকানিক্যাল কোনও পরিবর্তন করা হয়নি। তবে বাইকটি বেশ কিছু নতুন ফিচার্স পেয়েছে। এই বিশেষ Aurora মডেলে LED হেডলাইট সহযোগে টিউব-টাইপ টায়ার্স দেওয়া হয়েছে। রয়েছে অ্যালুমিনিয়াম সুইচগিয়ার, একটি প্রিমিয়াম টুরিং সিট এবং ট্রিপার নেভিগেশন। এই নতুন অরোরা ভ্যারিয়েন্টটি তাঁদের কথা মাথায় রেখেই ডিজ়াইন করা হয়েছে, যাঁরা এই সেগমেন্টে একটি ক্লাসিক ক্রুজ়ার অ্যাপিয়ারেন্স রয়েছে এমন বাইকের সন্ধান করছিলেন।

তবে শুধু নতুন বাইকটিই নয়। সমগ্র Meteor 350 রেঞ্জের বাইকগুলোই আপডেট করা হয়েছে। টপ-টায়ার সুপারনোভা সিরিজ়ে এখন LED হেডল্যাম্প, অ্যালুমিনিয়াম সুইচগিয়ার-সহ অন্যান্য আরও হাই-এন্ড কম্পোনেন্ট ও ফিচার দেওয়া হয়েছে। এই বাইকটি এখন 2,29,900 টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে।

অন্য দিকে Tripper নেভিগেশন সিস্টেমেও স্ট্যান্ডার্ড ফিচার দেওয়া হয়েছে। আবার ফায়ারবল ভ্যারিয়েন্টটি এখন ডিফল্ট কালার হিসেবে একটি স্টাইলিশ ব্ল্যাক শেড পেয়েছে। এদের মধ্যে স্টেলার ভ্যারিয়েন্টের দাম 2,15,900 টাকা (এক্স-শোরুম) এবং ফায়ারবল ভ্যারিয়েন্টের দাম 2,05,900 টাকা (এক্স-শোরুম)।

Meteor 350 সম্পর্কে রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন বলছেন, “ভারতে এবং আন্তর্জাতিক বাজারে Meteor 350 অসাধারণ সাফল্যের নজির সৃষ্টি করেছে। মোটরসাইকেল প্রেমীরা বিশেষ করে লং ডিসট্যান্স চালকরা যে এই Meteor 350 কী পরিমাণ পছন্দ করেন, তা নিশ্চিত করে দিয়েছে বাইকের বিক্রিবাট্টা। মডেলগুলির ক্রুজ়িং ক্ষমতা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স আসলে মানুষের কতটা কাজে লেগেছে, সেই বিষয়টা প্রমাণিত। আর মানুষের এই পরিমাণ ভালবাসাই আমাদের আরও নতুন মডেল নিয়ে আসতে অনুপ্রাণিত করে।”