World’s Fastest Internet: এক সেকেন্ডে ডাউনলোড হবে 150 HD মুভি, সবচেয়ে ফাস্ট ইন্টারনেট লঞ্চ করল চিন
China's Fastest Internet: এই ইন্টারনেটের স্পিড এতটাই বেশি যে, এক সেকেন্ডে 150টি এইচডি মুভি ডাউনলোড করা যায়। যখন সারা বিশ্বের মানুষ 5G এবং অন্যান্য পরিষেবা নিয়ে কাজ করছে, তখন চিন বাকিদের ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে, একথা বললে ভুল কিছু বলা হবে না।

বিশ্বের দ্রুততম ইন্টারনেট চালু করে নতুন রেকর্ড গড়েছে চিন। এই ইন্টারনেটে 1.2 টেরাবাইটের গতি পাওয়া যাবে। অর্থাৎ আপনি প্রতি সেকেন্ডে 1200GB গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে, এই ইন্টারনেটের সাহায্যে ব্যবহারকারীরা এক সেকেন্ডে অনেক কাজ একসঙ্গে করতে পারবেন। অর্থাৎ এই ইন্টারনেটের স্পিড এতটাই বেশি যে, এক সেকেন্ডে 150টি এইচডি মুভি ডাউনলোড করা যায়। যখন সারা বিশ্বের মানুষ 5G এবং অন্যান্য পরিষেবা নিয়ে কাজ করছে, তখন চিন বাকিদের ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে, একথা বললে ভুল কিছু বলা হবে না।
অনেক প্রতিষ্ঠান একসঙ্গে প্রস্তুত করেছে এই ইন্টারনেট:
অনেক দিন ধরেই এই ইন্টারনেট নিয়ে জল্পনা কল্পনা ছিল। তবে তা 2025 সালের আগে আসবে বলে মনে করা হয়নি। সেই প্রত্যাশার দুই বছর আগেই এই কাজ শেষ করেছে চিন। ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসে এই স্পিড পাওয়া যায়। এই ইন্টারনেট স্পিডটি যৌথভাবে অনেকগুলি কোম্পানি প্রস্তুত করেছে। সেই সব কোম্পানিগুলি Tsinghua University, China Mobile, Huawei Technology এবং Cernet Corporation। এসএমসিপি (SMCP)-এর তরফে এই তথ্য জানা গিয়েছে।
গত 10 বছর ধরে চলছিল কাজ-
এই প্রকল্পের কাজ 10 বছর ধরে চলছিল। এটি চায়না এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক (CERNET)-এর নতুন সংস্করণ। CERNET হল চিনের প্রথম দেশব্যাপী শিক্ষা ও গবেষণা কম্পিউটার নেটওয়ার্ক। এই ইন্টারনেট পরিষেবাটি 3000 কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
পরিষেবাটি কত দূর বিস্তৃত?
ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বললে, এটি চিনের তিনটি অংশ কভার করে। এই ইন্টারনেট কানেকশন উত্তরে বেইজিং, মধ্য চিনের উহান এবং এবং দক্ষিণে গুয়াংজুকে কভার করে। প্রতি সেকেন্ডে 1.2Tb স্পিডে এই তিনটি পয়েন্টের মধ্যে ডেটা ট্রান্সফার করা যেতে পারে। সম্প্রতি চালু হওয়া দ্রুততম ইন্টারনেটটি প্রতি সেকেন্ডে 400GB গতিতে কাজ করেছে। বর্তমান স্পিডের কথা বললে, বিশ্বব্যাপী ব্যবহৃত ইন্টারনেট ব্যাকবোন নেটওয়ার্কে 100 Gbps গতি পাওয়া যায়।
