AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flash Message-এর জ্বালায় জর্জরিত? এই সহজ টোটকায় Airtel-Vi গ্রাহকদের মিলবে রেহাই

Tips To Disable Flash Messages: Airtel এবং Vi SIM থেকে এই Flash Message সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় করা যায়। কয়েকটা সহজ ধাপে Android ফোন থেকে ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় করার কাজটি সম্ভব।

Flash Message-এর জ্বালায় জর্জরিত? এই সহজ টোটকায় Airtel-Vi গ্রাহকদের মিলবে রেহাই
এখনই আপনার ফোনে ফ্ল্যাশ মেসেজ ডিঅ্যাক্টিভেট করে রাখুন।
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 7:15 PM
Share

Flash Message কি আপনাকে খুব বিরক্ত করছে? এই সমস্যাটা সবথেকে বেশি দেখা যায় Airtel এবং Vodafone গ্রাহকদের ফোনে। লক্ষ্য করে দেখবেন, আপনি যখনই ইন্টারনেট ব্যবহার করছেন বা একটা ফোন কল করছেন, তখনই আপনার ফোনে একটা বিরক্তিকর টোন বেজে উঠছে এবং ফ্ল্যাশ মেসেজ আসছে। সমস্যাটা কিন্তু গোড়ার। এক্কেবারে SIM থেকে তৈরি হচ্ছে এই সমস্যা। তবে Airtel এবং Vi SIM থেকে এই ফ্ল্যাশ মেসেজ সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় করা যায়। কয়েকটা সহজ ধাপে Android ফোন থেকে ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় করার কাজটি সম্ভব। তবে ফ্ল্যাশ মেসেজ সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে রাখা দরকার।

Flash Message কেন আসে?

Airtel এবং Vi-এর মতো টেলিকম ব্র্যান্ডগুলি তাদের গ্রাহকদের ফ্ল্যাশ মেসেজ পাঠিয়ে থাকে মূলত ডেটা ইউসেজ এবং কতটা ডেটা বেঁচে আছে, সেই বিষয়টা জানাতে। পাশাপাশি গ্রাহকরা যখন একটা ভয়েস কল করেন, তখনও Flash Message দেখানো হয়। সেখানে আপনাকে কল ডিউরেশন থেকে শুরু করে আর কতটা ভয়েস কলের লিমিট রয়েছে আপনার ফোনে ইত্যাদি তথ্যগুলিও দেখানো হয় ফ্ল্যাশ মেসেজে।

Airtel গ্রাহকরা কীভাবে Flash Message নিষ্ক্রিয় করবেন?

Airtel SIM কার্ড থেকে ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় করতে আপনার স্মার্টফোন থেকে Airtel Services App খুঁজে বের করতে হবে। সেখান থেকে Airtel now অপশনে গেলে start/stop দেখতে পাবেন। এখানে Stop-এ ক্লিক করতে হবে। তারপরই আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে, যেখানে লেখা থাকবে Airtel Now! বন্ধ করা হয়েছে।

Vodafone Idea গ্রাহকরা কীভাবে Flash Message নিষ্ক্রিয় করবেন?

দুটি পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে Vi কাস্টমাররা ফ্ল্যাশ মেসেজ ডিসেবল করতে পারবেন। আপনি যদি একজন পোস্টপেইড ইউজার হন, তাহলে 199 নম্বরে “CAN FLASH” লিখে একটা মেসেজ পাঠিয়ে দিন। তাহলেই আপনার ফ্ল্যাশ মেসেজ ক্যান্সেল হয়ে যাবে। পাশাপাশি Vi কাস্টমাররা ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় করতে “CAN FLASH” লিখে 144 নম্বরেও পাঠাতে পারেন। এছাড়াও ফোনের Vi/Vodafone Services App থেকে প্রথমে ফ্ল্যাশ অপশনে এবং পরে ডিসেবল অপশনে গিয়ে ক্লিক করলেই ফ্ল্যাশ মেসেজ ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।

BSNL গ্রাহকরা কীভাবে Flash Message নিষ্ক্রিয় করবেন?

সরকারি টেলকো BSNL-ও তার কাস্টমারদের ফ্ল্যাশ মেসেজ পাঠাতে থাকে। BSNL-এ ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় করতে আপনাকে ফোন থেকে BSNL SIM Toolkit অ্যাপটি খুলতে হবে। ওই অ্যাপে গিয়ে BSNL Buzz Service অপশনে ট্যাপ করে সেটিকে অ্যাক্টিভেট করতে হবে। তারপর ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করলেই আপনার BSNL SIM কার্ড থেকে ফ্ল্যাশ মেসেজ নিষ্ক্রিয় হয়ে যাবে।