Netflix এর পথে এবার Disney+ Hotstar, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে কড়া পদক্ষেপ

এই মুহূর্তে Disney+ Hotstar প্ল্যাটফর্মের একটি লগইন থেকে 10টি ডিভাইস চালানো যায়। এ বিষয়ে আরও কড়াকড়ি করতে চলেছে প্ল্যাটফর্মটি, একটা লগইনে সর্বাধিক চারটির বেশি ডিভাইস ব্যবহার করা যাবে না।

Netflix এর পথে এবার Disney+ Hotstar, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে কড়া পদক্ষেপ
পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে আরও কড়া Disney Plus Hotstar।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 4:19 PM

Netflix এর পথেই হাঁটছে আর এক স্ট্রিমিং সার্ভিস Disney+ Hotstar। নতুন পলিসি নিয়ে আসছে তারা, যা প্রিমিয়াম ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করা থেকে বাধা দেবে। এই মুহূর্তে Disney+ Hotstar প্ল্যাটফর্মের একটি লগইন থেকে 10টি ডিভাইস চালানো যায়। যদিও তাদের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, সেই অ্যাকাউন্টে চার জনের বেশি লগইন করা যাবে না। এখন রয়টার্সের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, এ বিষয়ে আরও কড়াকড়ি করতে চলেছে প্ল্যাটফর্মটি, একটা লগইনে সর্বাধিক চারটির বেশি ডিভাইস ব্যবহার করা যাবে না। চলতি বছরের শেষ দিকেই প্রত্যেক লগইনের জন্য বিষয়টি বাধ্যতামূলক করতে চলেছে Disney+ Hotstar।

পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে দিন কয়েক আগেই কড়া পদক্ষেপ নিয়েছে Netflix। বিশ্বের 100-রও বেশি দেশে তারা নতুন বন্দোবস্ত করেছে, যেখানে একজন ব্যবহারকারী তার বাড়ির বাইরে অন্য কারও কাছে নিয়ে যেতে পারবেন না নেটফ্লিক্স অ্যাকাউন্টটিকে। সেই অ্যাকাউন্টে অতিরিক্ত ব্যবহারকারীদের যোগ করাতে গেলেই অতিরিক্ত চার্জ দিতে হবে। সেই পথে হেঁটে Disney তার ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার ব্যাপারটি পুরোদমে বন্ধ করতে চাইছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অর্থাৎ Disney, Netflix, Amazon, এমনকি JioCinema-র জন্যও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট। প্রত্যেকটি প্ল্যাটফর্মই এ দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছে। সাম্প্রতিকতম একটি রিপোর্ট অনুযায়ী, 2027 সালের মধ্যে ভারতের স্ট্রিমিং সেক্টরের মার্কেট 7 বিলিয়ন মার্কিন ডলারের হয়ে যাবে। তালিকায় প্রথম স্থানেই রয়েছে Disney+ Hotstar, এদেশে যাদের ইউজার সংখ্যা প্রায় 50 মিলিয়ন। অন্য দিকে জানুয়ারি, 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত সময়কালে দেশের স্ট্রিমিং মার্কেটের অগ্রগতির পিছনে 38% অবদান ডিজ়নি প্লাস হটস্টারের। এখন এই পরিস্থিতিতে প্ল্যাটফর্মের ইউজারদের মধ্যে যদি পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা অনেকটা কমে যায়, তাহলে তাদের ইউজার সংখ্যা দেশে ব্যাপক হারে বেড়ে যাবে।

ফোর-ডিভাইস লগইন নীতি কার্যকর করার সিদ্ধান্তটি প্রাথমিকভাবে পাসওয়ার্ড শেয়ারিংয়ের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করার জন্য আটকে রাখা হয়েছিল। সে সময় কোম্পানি আশা করেছিল যে, এই ব্যবহারকারীরা শেষ পর্যন্ত টাকা দিয়ে Disney+ Hotstar সাবস্ক্রাইব করবেন। কিন্তু, ভারতের বাজারের ক্রমবর্ধমান গুরুত্ব এবং রাজস্ব বৃদ্ধি বজায় রাখার প্রয়োজনীয়তার সঙ্গে ডিজ়নি এখন পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও সক্রিয় অবস্থান নিচ্ছে।

উল্লেখ্য, Disney+ Hotstar-এর প্রিমিয়াম গ্রাহকদের প্রায় 5 শতাংশ বর্তমানে ফোর-ডিভাইস লগইন সীমা অতিক্রম করেছে। তারপরেও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বিশ্বাস করছে,এই পলিসি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত ব্যবহারকারীদের তাদের নিজস্ব অ্যাকাউন্ট কিনতে উৎসাহিত করবে।