AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Facebook Down: লগইন করতে গেলেই ব্ল্যাঙ্ক স্ক্রিন! বিরাট ছাঁটাই ঘোষণার পর দিনই ফেসবুক পরিষেবা ব্যাহত

Facebook Login Issue: মেটা-র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এদিন সমস্যার সৃষ্টি করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের জন্য। 10 নভেম্বর, বুধবার সকাল থেকেই অনেক ইউজার ফেসবুক ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন। ঠিক কী সমস্যা হচ্ছে?

Facebook Down: লগইন করতে গেলেই ব্ল্যাঙ্ক স্ক্রিন! বিরাট ছাঁটাই ঘোষণার পর দিনই ফেসবুক পরিষেবা ব্যাহত
ছাঁটাই ঘোষণার পরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক পরিষেবা ব্যাহত। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 12:09 PM
Share

Facebook Outage News: মেটা-র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এদিন সমস্যার সৃষ্টি করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের জন্য। 10 নভেম্বর, বুধবার সকাল থেকেই অনেক ইউজার ফেসবুক ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন। ঠিক কী সমস্যা হচ্ছে? ব্যবহারকারীরা জানাচ্ছেন, যখনই তাঁরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে যাচ্ছেন, ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখানো হচ্ছে। কিছু কিছু ব্যবহারকারী আবার এ-ও অভিযোগ করেছেন যে, ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে তাঁদের কাজ করতে সমস্যা হচ্ছে।

হালফিলে ফেসবুক এবং টুইটারের মতো দৈনিক ব্যবহারযোগ্য প্ল্যাটফর্মগুলি প্রতিনিয়তই প্রায় ডাউন থাকছে। পরিষেবা ব্যাহত থাকার ফলে সমস্যায় জেরবার হচ্ছেন প্ল্যাটফর্মগুলির উপরে নির্ভরশীল থাকা একটা বিরাট সংখ্যক মানুষ। তাই, ডাউনডিটেক্টর নামটার সঙ্গেও এখন বহু মানুষ পরিচিত। এই সংস্থা বিভিন্ন অ্যাপ ও পরিষেবা ব্যাহত হলে, সেই সংক্রান্ত আপডেট সাধারণ মানুষের কাছে যথা সময়ে পৌঁছে দেয়। সেই ডাউনডিটেক্টরও জানাচ্ছে, এদিন সকালের কিছু সময় পরে বেশ খানিকক্ষণ ধরে ফেসবুক পরিষেবা ব্যাহত ছিল এবং তার ফলে গ্রাফেও পতনের একটি বিরাট লাফ পরিলক্ষিত হয়েছে।

সমস্যাটা ঠিক কী

ইউজারদের রিপোর্টের উপর ভিত্তি করে জানা যাচ্ছে, ফেসবুক এখনও পর্যন্ত অনেক জায়গায় ডাউন রয়েছে। অনেকে আবার লগইন করতে গেলে, তাঁদের ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখানো হচ্ছে। তার পাশাপাশি অনেক ইউজার আবার এই অভিযোগও করেছেন যে, তাঁরা ফেসবুকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস করতে পারছেন না।

ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা বর্তমানে প্ল্যাটফর্মে লগইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা সার্ভার কানেকশন সংক্রান্ত সমস্যায় পড়েছেন। প্রায় 49% ব্যবহারকারী যেখানে লগইন সমস্যার অভিযোগ করেছেন, সেখানে 38% দাবি করছেন সার্ভার কানেকশনের সমস্যা। আবার 13% মানুষ ফেসবুকের অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে ডাউনডিটেক্টর তার রিপোর্টে উল্লেখ করেছে।

কেন ফেসবুক পরিষেবা ব্যাহত

কী কারণে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবহারকারীরা ফেসবুক নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন, সে বিষয়ে সংস্থাটি এখনও পর্যন্ত কিছুই জানায়নি। পাশাপাশি নির্দিষ্ট কোনও তথ্য এ বিষয়ে জানায়নি ফেসবুক।