BGMI কামব্যাক নিয়ে অত্যন্ত জরুরি আপডেট, দেশি ব্যাটল রয়্যাল কি ফিরছে?

Battlegrounds Mobile India গেমটি ভারতে কি কামব্যাক করছে? কামব্যাক করলেও তা কবে নাগাদ? সেই সম্পর্কেই বিশেষ আপডেট রইল আপনার জন্য।

BGMI কামব্যাক নিয়ে অত্যন্ত জরুরি আপডেট, দেশি ব্যাটল রয়্যাল কি ফিরছে?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 1:08 PM

প্রায় ছয় মাসেরও বেশি হতে চলল Google Play Store এবং Apple App Store থেকে BGMI সরানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। Battlegrounds Mobile India বা BGMI এখন দেশে কোনও ভার্চুয়াল স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ নয়। তবে যাঁদের কাছে অ্যাপটি আগে থেকেই ছিল, তাঁরা গেমটি খেলতে পারছেন। কিন্তু গেমটি কি আদৌ কামব্যাক করবে? তা নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছে। পাশাপাশি BGMI Comeback নিয়েও তৈরি হয়েছে একাধিক জল্পনা। অনেক গেমার এবং টিপস্টাররা দাবি করেছেন, শিগগিরই এই গেমের উপর থেকে ব্যান তুলে নেওয়া হবে।

বিগত এক বছরে BGMI গেমটি জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে। ভারতের সেরা ব্যাটল রয়্যাল টাইটেল হিসেবে আবির্ভূত হয়েছিল এক সময়। তবে যে সব গেমাররা এই গেমটি খেলতেন, তাদের উপর এই নিষেধাজ্ঞা খুব স্বাভাবিকভাবেই বিরাট বড় একটা ধাক্কা। এই সব বিষয় সমাধানের জন্য Krafton এবং ভারত সরকার একে অপরের সঙ্গে আলোচনা করে যাচ্ছে। উদ্দেশ্যএকটাই, যাবতীয় বাধাবিপত্তি সরিয়ে যাতে গেমটিকে ভারতে ফিরিয়ে আনা যায়। সূত্রের খবর, গেমের পাবলিশার সংস্থা Krafton ভারতীয় ভিত্তিক গেমিংয়ে জোর দিতে 5 জন কর্মীও নিয়োগ করেছে। যদিও এ বিষয়ে কোনও স্পষ্টতা এখনও পর্যন্ত মেলেনি।

এর আগেও Krafton এবং ভারত সরকার এই বিষয়ে একাধিকবার আলোচনা করেছিল। দেশে PUBG Mobile India ব্যান হওয়ার পর ভারতীয় ব্যাটল রয়্যাল নিয়ে আসাই ক্রাফটনের ভারতে ব্যবসার একমাত্র শর্ত ছিল। তারপর যখন BGMI ভারতে লঞ্চ করল, তখন তাতে ভারতীয় গেমপ্লে-ই দেখা গিয়েছিল। সেই গেমপ্লে-র কারণেই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া জনপ্রিয় হয়েছে ভারতে। এমনকি, দেশি ব্যাটল রয়্যাল গেমের তকমাও দেওয়া হয়েছিল গাড়িটিকে। সম্প্রতি ক্রাফটনের এক প্রতিনিধি এই গেম সম্পর্কে আপডেট দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ভারত সাইবার নিরাপত্তা লঙ্ঘন এবং গেমের মধ্য সহিংসতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। পাবজি মোবাইলের মতো ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া-ও চিনা টেনসেন্ট দ্বারা পরিচালিত বলে মনে করছে ভারত সরকার। অভিযোগ, BGMI গেমটি গোপনে চিনের সার্ভারে ভারতীয়দের তথ্য প্রেরণ করত। সেই কারণেই গেমটিকে দেশের বিভিন্ন অ্যাপ স্টোর থেকে সরিয়েছে কেন্দ্র।

তবে দেশের গেমিং কমিউনিটি এই মুহূর্তে ইতিবাচকতার সন্ধান করছে, যা এখনই পাওয়া সম্ভব নয়। এদিকে ভারত সরকার যেহেতু মাল্টি-স্পোর্টস ইভেন্টের অংশ হিসেবে ই-স্পোর্টসকে স্বীকৃতি দিয়েছে, তাই গেমাররা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। জানুয়ারিতেই BGMI কামব্যাক করছে বলে একাধিক ই-স্পোর্টস স্টার দাবি করেছিলেন। কিন্তু আপাতত যে তার কোনও সম্ভাবনা নেই, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে সরকার ও Krafton যে ভাবে আলোচনা করছে, তাতে গেমটি ফিরবে বলেই আশাবাদী দেশের গেমিং কমিউনিটি।