Netflix Games: নেটফ্লিক্সে নতুন করে যুক্ত হবে ৫০টিরও বেশি গেম, বছর শেষ হওয়ার আগেই বড় পদক্ষেপ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 01, 2022 | 8:06 PM

Netflix Gaming Catalogue: ‘দিস ইজ এ ট্রু স্টোরি’, ‘ইনটু দ্য ডেড ২’, এবং ‘শ্যাটার রিমাস্টার্ড’--- এই তিনটি গেম নেটফ্লিক্সের ক্যাটালগে যুক্ত হয়েছে কিছুদিন আগেই।

Netflix Games: নেটফ্লিক্সে নতুন করে যুক্ত হবে ৫০টিরও বেশি গেম, বছর শেষ হওয়ার আগেই বড় পদক্ষেপ
ছবি প্রতীকী।

Follow Us

ভিডিয়ো গেমের (Video Games) দুনিয়ায় অনেকদিন আগেই পা রেখেছে নেটফ্লিক্স (Netflix)। এই স্ট্রিমিং অ্যাপ এমনিতেও ওটিটি (OTT App) কনটেন্টের জন্য যথেষ্ট জনপ্রিয়। তবে চড়া দামের সাবস্ক্রিপশনের জন্য মাঝে ব্যবসায় খানিকটা ঘাটতি হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মের। যদিও এখনও ওটিটি কনটেন্ট প্রেমীদের কাছে নেটফ্লিক্স পয়লা পছন্দ। ইউজারদের সুবিধার্থে অনেক সস্তার প্ল্যানও লঞ্চ করেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের অনেকের কথায়, ব্যবসায় পতন দেখা দেওয়ায় মুনাফা অর্জনের জন্যই গেমিং ইন্ড্রাস্ট্রিতে ডেবিউ করেছে নেটফ্লিক্স। বলা হচ্ছে, লভ্যাংশের মুখ দেখার জন্য এই বিকল্প পথ বেছে নিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। গত বছর লঞ্চ হয়েছে নেটফ্লিক্সের এই গেমিং পরিষেবা। ২০২১ সালের নভেম্বরে এই ওটিটি প্ল্যাটফর্মে ৫টি গেমিং টাইটেলের ঘোষণা করেছিল। শোনা গিয়েছে, এবার ওই গেমিং ক্যাটালগ আপডেট করার পরিকল্পনা নিয়েছে নেটফ্লিক্স সংস্থা।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ সাবস্ক্রাইবারদের গেম ডাউনলোড করতে এবং গেম সিলেক্ট করে খেলার অনুমতি দেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মাত্র ছয় মাস গেমিং পরিষেবা চালু করেছে নেটফ্লিক্স। এর মধ্যেই ১৮টি গেম যুক্ত হয়েছে ক্যাটালগে। এবার শোনা যাচ্ছে ২০২২ সালের শেষের মধ্যে নেটফ্লিক্স তাদের গেমিং ক্যাটালগে ৫০- এর বেশি ভিডিয়ো গেম যুক্ত করার পরিকল্পনা করছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে একথা জানা গিয়েছে। তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে কোনও নতুন গেম যা নেটফ্লিক্সের গেমিং ক্যাটালগে যুক্ত হতে পারে সেই ব্যাপারে কিছু বলা হয়নি। অর্থাৎ কোনও নতুন গেমের নাম জানা যায়নি। আর যেহেতু এইসব গেমের নাম প্রকাশ্যে আসেনি তাই গেমারদের মধ্যে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

‘দিস ইজ এ ট্রু স্টোরি’, ‘ইনটু দ্য ডেড ২’, এবং ‘শ্যাটার রিমাস্টার্ড’— এই তিনটি গেম নেটফ্লিক্সের ক্যাটালগে যুক্ত হয়েছে কিছুদিন আগেই। গত বছর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভিডিয়ো গেমের দুনিয়ায় অভিষেক করেছিল। অরিজিনাল সিনেমা এবং ওয়েব সিরিজ ও ডকুমেন্টারির জন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সেই ফিল্ডে প্রশংসিত হওয়ার পর ভিডিয়ো গেমের দুনিয়ায় পা রেখেছিল এই সংস্থা। প্রাথমিক পর্যায়ে নিজেদের শো এবং সিরিজের ভিত্তিতে পাঁচটি গেম নির্মাণ করে নেটফ্লিক্স সাবস্ক্রাইবারদের জন্য তা চালু করেছিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে ক্রমশ সেই গেমের তালিকা বাড়ছে। এবার বলা হয়েছে ৫০- এর বেশি গেম যুক্ত হবে ক্যাটালগে। বছর শেষ হওয়ার আগেই এই কাজ হবে। তবে কোন কোন গেম যুক্ত হবে তা জানা যায়নি।

আরও পড়ুন- COD Modern Warfare 2: কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২ আসছে, ছোট্ট টিজ়ারে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা

আরও পড়ুন- Gaming Mouse: একটা মাউসে পাঁচটা বাটন, ভারতে হাজির লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস

Next Article