AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaming Mouse: একটা মাউসে পাঁচটা বাটন, ভারতে হাজির লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস

Logitech Gaming Mouse: কালো, ম্যাজেন্টা এবং সাদা- এই তিন রঙে পাওয়া যাবে লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস। 

Gaming Mouse: একটা মাউসে পাঁচটা বাটন, ভারতে হাজির লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস
ভারতে এল লজিটেকের নতুন গেমিং মাউস।
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 10:12 PM
Share

ভারতে নয়া গেমিং মাউস লঞ্চ করেছে লজিটেক সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে লজিটেক জি প্রো এক্স সুপারলাইট (Logitech G Pro X Superlight) ওয়্যারলেস গেমিং মাউস (Wireless gaming Mouse)। বিভিন্ন ই-স্পোর্টস খেলার জন্য এই মাউস আদর্শ বলা হচ্ছে। এছাড়াও এই গেমিং মাউসে প্রো-গ্রেড ওয়্যারলেস টেকনোলজি রয়েছে। হাল্কা ওজনের এই মাউসে সব মিলিয়ে মোট পাঁচটি বাটন রয়েছে। শোনা যাচ্ছে, ৬৩ গ্রামের মধ্যে ওজন লজিটেকের এই নতুন গেমিং মাউসের। সাধারণ জি প্রো ওয়্যারলেস মাউসের তুলনায় লজিটেকের এই নতুন গেমিং মাউস ওজনের প্রায় ২৫ শতাংশ হাল্কা। অনেকটা জায়গা জুড়ে যাতে এই মাউস খুব সহজভাবে চলতে পারে সেই জন্য লজিটেকের নতুন গেমিং মাউসে রয়েছে PTFE feet ফিচার। তরুণ প্রজন্মের মধ্যে গেম খেলার ঝোঁক অনেকেরই রয়েছে। আর তাঁদের মধ্যে অনেকেই ফোনের তুলনায় কম্পিটারে গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গেমারদের জন্যই হাল্কা ওজনের নতুন ওয়্যারলেস গেমিং মাউস লঞ্চ করেছে লজিটেক সংস্থা।

ভারতে লজিটেক জি প্রো এক্স সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউসের দাম কত?

ভারতে সম্প্রতি যে গেমিং মাউস লজিটেক কোম্পানি লঞ্চ করেছে তার দাম ১৩,৫৯৫ টাকা। কালো, ম্যাজেন্টা এবং সাদা- এই তিন রঙে পাওয়া যাবে লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস।

একনজরে দেখে নেওয়া যাক লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • লজিটেক জি প্রো এক্স সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউসে রয়েছে লজিটেক সংস্থার Hero 25K সেনসর।
  • এই গেমিং মাউসের ওজন ৬৩ গ্রামের কম। এর সঙ্গে রয়েছে ৩২ বিটের ARM মাইক্রোপ্রসেসর।
  • এছাড়াও এই গেমিং মাউসে রয়েছে লজিটেকের Lightspeed টেকনোলজি। ওয়্যারলেস কানেকশন যাতে ভাল পাওয়া যায় সেই জন্যই এই টেকনোলজি রয়েছে গেমিং মাউসে।
  • লজিটেক জি প্রো এক্স সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউসে মোট পাঁচটি বাটন রয়েছে।
  • এই মাউসের রাইট অ্যান্ড লেফট ক্লিক যাতে সঠিকভাবে কাজ করে তার জন্য রয়েছে একটি click-tension সিস্টেম।
  • গেম খেলার জন্য এমন মাউস প্রয়োজন যার মুভমেন্ট স্মুথ হবে। লজিটেকের এই মাউসে সেই পরিষেবাই পাবেন গ্রাহকরা।
  • লজিটেকের নতুন গেমিং মাউসে কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে ৭০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে জানা গিয়েছে। এখানে রয়েছে পাওয়ার প্লে ওয়্যারলেস চার্জিং টেকনোলজির সাপোর্ট। উইন্ডোজ ৮ বা তার পরের ইউন্ডোজের ক্ষেত্রে এই মাউস দারুণ ভাবে কাজ করবে। এর পাশাপাশি macOS 10.11 বা তার বেশির ক্ষেত্রেও কাজ করবে এই গেমিং মাউস।
  • মাউসের বক্সে গ্রাহকদের জন্য একটি গ্রিপ টেপ দেওয়া হবে।

আরও পড়ুন- COD Modern Warfare 2: কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২ আসছে, ছোট্ট টিজ়ারে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা