PUBG New State: টিম ডেথম্যাচের পাশপাশি আরও নতুন নতুন গেম মোড থাকছে পাবজি নিউ স্টেটে, বিস্তারিত দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 06, 2021 | 4:51 PM

বহুল প্রত্যাশিত পাবজি: নিউ স্টেট ১১ নভেম্বর, ২০২১-এ এন্ড্রোয়েড এবং আইওএসের জন্য মুক্তি পেতে চলেছে। ফেব্রুয়ারিতে, ক্রাফটন PUBG নিউ স্টেট গেমটির ঘোষণা করেছিল। গেমটি ভারতে আসবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

PUBG New State: টিম ডেথম্যাচের পাশপাশি আরও নতুন নতুন গেম মোড থাকছে পাবজি নিউ স্টেটে, বিস্তারিত দেখে নিন...

Follow Us

ক্রাফটন তাদের নতুন গেম পাবজি নিউ স্টেট সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জানিয়েছে। গেমটি আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে। গেমটিতে টিম ডেথম্যাচ, নতুন স্টেশন ম্যাপ এবং ট্রাঙ্ক নামক একটি গেমপ্লে মোড আনা হচ্ছে। যেহেতু পাবজি: নিউ স্টেট ২০৫১ সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, তাই ক্লাসিক এরাঙ্গেল ম্যাপে কিছু আপগ্রেড আনা হবে। নতুন শিরোনামের সঙ্গে ক্রাফটন চেষ্টা করেছে যাতে বেশ কিছু নতুন আপগ্রেড এই গেমের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। মনে করা হচ্ছে ক্রাফটনের পাবজি: নিউ স্টেট পাবজি মোবাইল বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া থেকে খুব বেশি আলাদা হবে না। তবে যে অল্প কিছু পরিবর্তন আনা হচ্ছে সেগুলো যথেষ্ট প্রশংসা পাবে বলেই মনে করছে ক্রাফটন।

জনপ্রিয় টিম ডেথম্যাচ মোড পাবজি: নিউ স্টেটে ফিরে আসবে। গেম মোডটি নতুন ম্যাপ স্টেশনে ঘটতে চলেছে। যেটিতে বেশ কয়েকটি স্টোরেজ ক্রেট এবং ট্রেনের বগি রয়েছে। টিম ডেথম্যাচ হল ৪ ভার্সেস ৪ গেম মোড যা ১০ মিনিটের জন্য চলে। প্রথম যে দলটি ৪০ টি কিল পাবে তারাই বিজয়ী হবে। এক্ষেত্রে একটা ক্লোজ ব্যাটলের পর, খেলোয়াড়রা স্টিম শট ব্যবহার করে তাদের স্বাস্থ্য পুনরুজ্জীবিত করতে পারবে। ক্রাফটন পাবজি: নিউ স্টেটে এরাঙ্গেলের ম্যাপও দেখিয়েছে। যা কিছু ভিজ্যুয়াল আপগ্রেড পেয়েছে।

পাবজি: নিউ স্টেট ট্রাঙ্ক নামক একটি নতুন গেমপ্লে ফিচার নিয়ে আসছে। যা খেলোয়াড়দের নিজেদের পাশাপাশি তাদের স্কোয়াডের বাকিদের জন্য অস্ত্র, বর্ম এবং অন্যান্য ভোগ্য জিনিসপত্র সংরক্ষণ করতে দেয়। ট্রাঙ্কটি যে কোনও গাড়িতে পাওয়া যেতে পারে। খেলোয়াড়রা তাদের বন্দুকযুদ্ধের জন্য তাত্ক্ষণিকভাবে অস্ত্রগুলি পরিবর্তন করতে পারে।

গেমারদের এই ম্যাপের বিভিন্ন সুবিধার ব্যবহার করতে হবে, ম্যাপে থাকা বস্তুগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতিপক্ষকে পরাজিত করতে এবং গেমটি জিততে তাদের সেরা কৌশল নিতে হবে। গেমটিতে পরিচিত অস্ত্র কাস্টমাইজেশন, যানবাহন, এমনকি ড্রোনের মতো সরঞ্জামও থাকছে। সঙ্গে মোবাইল ফোনে অবিশ্বাস্য বাস্তবসম্মত গ্রাফিক্স থাকতে চলেছে।

বহুল প্রত্যাশিত পাবজি: নিউ স্টেট ১১ নভেম্বর, ২০২১-এ এন্ড্রোয়েড এবং আইওএসের জন্য মুক্তি পেতে চলেছে। ফেব্রুয়ারিতে, ক্রাফটন PUBG নিউ স্টেট গেমটির ঘোষণা করেছিল। গেমটি ভারতে আসবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে ডেভলপার ক্রাফটনের তরফ থেকে জানানো হয় যে PUBG নিউ স্টেট অন্যান্য দেশের মতো ভারতেও একই দিনে লঞ্চ করা হবে। এর মানে হল যখন PUBG মোবাইল ২০০ টি দেশে চালু হতে চলেছে। ভারত এই দেশগুলির মধ্যে একটি হবে যেখানে গেমাররা গেমটি ডাউনলোড করতে সক্ষম হবে। ক্রাফটনের এর মতে, PUBG নিউ স্টেট গেমটি ঠিক দু’সপ্তাহ পরে ১১ নভেম্বর চালু হবে।

আরও পড়ুন: PUBG 14.2 Update: পাবজির নতুন আপডেটে থাকছে একাধিক চমক, এবার বিপদ দেখলেই ছুটে বেড়াবে মুরগি…

আরও পড়ুন: Silly World Introduces Squid Game: প্রথমবার ভারতীয় মোবাইল গেমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে স্কুইড গেম, প্রি-রেসজিস্ট্রেশনের ঝড় বয়ে গেল…

আরও পড়ুন: Crossover Event: পাবজি মোবাইল গেমে আসতে চলেছে নতুন ক্রসওভার ইভেন্ট নিউ লিগ অফ লেজেন্ডস

Next Article