PUBG: New State- ভারতে লঞ্চ হয়েছে এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম, খেলা যাবে অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সানে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Nov 11, 2021 | 10:37 PM

অ্যানড্রয়েড ৬.০, আইওএস ১৩ এবং আইপ্যাডওএস ১৩- তে খেলা যাবে PUBG: New State ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম। গুগল প্লে এবং অ্যাপেলের অ্যাপ স্টোর, দু'জায়গা থেকেই ডাউনলোড করা যাবে এই গেম।

PUBG: New State- ভারতে লঞ্চ হয়েছে এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম, খেলা যাবে অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সানে
ভারত- সহ ২০০টিরও বেশি দেশে এই গেম লঞ্চ হয়েছে।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে নতুন ভিডিয়ো গেম PUBG: New State। আনুষ্ঠানিক ভাবে আইওএস, আইপ্যাডওএস এবং অ্যানড্রয়েড ভার্সানের জন্য এই ব্যাটেল রয়্যাল গেম লঞ্চ হয়েছে। ভারত- সহ ২০০টিরও বেশি দেশে এই গেম লঞ্চ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই ব্যাটেল রয়্যাল গেমের ঘোষণা করা হয়েছিল। তখনই PUBG (PlayerUnknown’s Battlegrounds) franchise- এর আওতায় এই গেমের PUBG: New State নাম ঘোষণা করা হয়েছিল।

কী নতুনত্ব রয়েছে PUBG: New State ব্যাটেল রয়্যাল গেমে?

গেমিং কর্তৃপক্ষের দাবি, এই গেমে রয়েছে একটি নেক্সট জেনারেশন ব্যাটেল রয়্যাল এক্সপিরিয়েন্স। ১০০ জন প্লেয়ার একসঙ্গে খেলতে পারবেন। ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং গেমিং স্ট্র্যাটেজি। PUBG Studios এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম ডেভেলপ বা তৈরি করেছে। এখানে রয়েছে ওপেন ওয়ার্ল্ড ব্যাটেলগ্রাউন্ড ফিচার। অর্থাৎ এই থিমের ভিত্তিতে ২০৫১ সালে পরিপ্রেক্ষিতে ব্রহ্মাণ্ড কেমন হতে পারে, সেই এলাকায় গেম খেলবেন প্লেয়াররা। এই গেমে যুক্ত হয়েছে নতুন যানবাহন এবং ভোগ্যপণ্য। এছাড়াও রয়েছে নতুন অস্ত্রশস্ত্র এবং গেমিং স্ট্র্যাটেজি। প্লেয়াররা যেন আগের তুলনায় নতুন উন্নত এবং আধুনিক অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেই জন্যই এইসব নতুন ফিচার যুক্ত করা হয়েছে PUBG: New State ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেমে।

কোথায় কীভাবে খেলা যাবে PUBG: New State ব্যাটেল রয়্যাল গেম?

অ্যানড্রয়েড ৬.০, আইওএস ১৩ এবং আইপ্যাডওএস ১৩- তে খেলা যাবে PUBG: New State ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম। গুগল প্লে এবং অ্যাপেলের অ্যাপ স্টোর, দু’জায়গা থেকেই ডাউনলোড করা যাবে PUBG: New State গেম। গত মাসে এই গেমের পাবলিশার দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন জানিয়েছিল যে, PUBG: New State গেম মোত ১৭টি ভিন্ন ভাষায় লঞ্চ হবে আন্তর্জাতিক স্তরে। PUBG Studios এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম ডেভেলপ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই PUBG Studios- ই অরিজিনাল পাবজি ব্যাটেলগ্রাউন্ডস ডেভেলপ করেছিল। PC এবং বিভিন্ন গেমিং কনসোলের জন্য ওই গেম ডেভেলপ করা হয়েছিল। জানা গিয়েছে, নতুন PUBG: New State গেমে অরিজিনাল পাবজি ব্যাটেলগ্রাউন্ডস গেমের মতো গ্রাফিক্স টেকনোলজি এবং একটি গানপ্লে সিস্টেম রয়েছে। নতুন PUBG: New State গেমও আসলে Vulkan API কম্পিউটার অ্যাপ্লিকেশন নির্ভশীল। এর সাহায্যে গেম খেলার সময় গেমাররা স্থায়ী এবং সহজ, সাবলীল অভিজ্ঞতা পাবেন গেমাররা।

আরও পড়ুন- Call of Duty Vanguard: কল অফ ডিউটির নতুন ভ্যানগার্ড গেমের মধ্যে থাকছে ২০টি মাল্টিপ্লেয়িং ম্যাপ আরও অনেক কিছু…

আরও পড়ুন- Silly World Introduces Squid Game: প্রথমবার ভারতীয় মোবাইল গেমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে স্কুইড গেম, প্রি-রেসজিস্ট্রেশনের ঝড় বয়ে গেল…

আরও পড়ুন- BGMI Lite: নিউ স্টেট নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তাতেও অনড় থাকছে বিজিএমআই লাইটের দাবি, কী জানালো ক্রাফটন?

Next Article