Google New Feature: প্রেসক্রিপশনে ডাক্তারের লেখা দেখে মাথায় হাত? মুশকিল আসান করে দিল Google
Google Latest Feature: গুগল সম্প্রতি এমন একটি ফিচার তৈরি করতে চলেছে, যেখানে ডাক্তারের প্রেসক্রিপশন গুগল লেন্সের সামনে ধরলে, লেন্স ডাক্তারের দুর্বোধ্য হাতের লেখা শনাক্ত করতে পারবে। আর আপনি অনায়াসেই সেটি পড়ে ফেলতে পারবেন।

Google Scanner: দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার এবার সমাধান করবে গুগল (Google)। বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন সংস্থা Google ভারতীয় ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার আনতে চলেছে। অধিকাংশ সময়ই রোগীরা ডাক্তারের হাতে লেখা প্রেসক্রিপশন বুঝতে পারেন না। এ অভিযোগ নতুন নয়। তবে সেই সমস্যার বোধহয় অবসান হতে চলেছে। এবার চিকিৎসকের ‘দুর্বোধ্য’ হাতের লেখা বোঝার নতুন ফিচার নিয়ে আসছে জায়ান্ট গুগল।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল সম্প্রতি এমন একটি ফিচার তৈরি করতে চলেছে, যেখানে ডাক্তারের প্রেসক্রিপশন গুগল লেন্সের সামনে ধরলে, লেন্স ডাক্তারের দুর্বোধ্য হাতের লেখা শনাক্ত করতে পারবে। আর আপনি অনায়াসেই সেটি পড়ে ফেলতে পারবেন।
সম্প্রতি ভারতে গুগলের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই গুগলের তরফে জানানো হয়েছে , তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে যাতে গুগল লেন্সে এমন একটি ফিচার যুক্ত করা সম্ভব হয়। যার মাধ্যমে সহজেই ডাক্তারের হাতের লেখা বোঝা সম্ভব হবে। ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ওষুধের নাম শনাক্ত করবে অ্যাপটি। সেই সম্মেলনে গুগল তাদের পরীক্ষার একটি নমুনা প্রদর্শন করে। যেখানে গুগল লেন্স বেশ দারুণভাবেই ‘দুর্বোধ্য’ হাতের লেখার বেশির ভাগই বুঝতে পারছিল। সম্মেলনে গুগল কর্তৃপক্ষ আরও কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে। যেমন-ডিজিটাল ডকুমেন্ট নিরাপদে সেভ করে রাখার জন্যই আসছে এই ডিজিলকার। এর মধ্যে যাবতীয় সরকারি এবং গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত ভাবে সেভ করে রাখতে পারবেন ইউজাররা। এছাড়াও বলা হয়েছে সার্চ জায়ান্ট গুগলের নতুন মাল্টিসার্চ ফিচারের মাধ্যমে ইউজাররা একটি ছবি বা স্ক্রিনশট দিয়ে তার সঙ্গে টেক্সট যোগ করে কোনও জিনিস জানার সুযোগ পাবেন। এখানে গুগল অ্যাপ ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন ইউজাররা। পাশাপাশি ব্যবহার করা যাবে কোনও স্ক্রিনশট। বর্তমানে ভারতে এই ফিচার চালু রয়েছে। আপাতত ইংরেজিতেই ব্যবহার করা যায় এই ফিচার। নতুন ফিচারটি কবে সবাই ব্য়বহার করতে পারবে, তা নিয়ে কিছু বলেনি এই প্রযুক্তি জায়ান্ট।
