AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PF Balance Check: PF অ্যাকাউন্টে কত টাকা জমল? ফোন থেকে চটজলদি চেক করার উপায় জেনে নিন

অনলাইনে PF ব্যালান্স সম্পর্কে জানতে আপনাকে UAN নম্বর অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে তা অ্যাক্টিভেট করবেন এবং কীভাবেই বা সেই নম্বর ব্যবহার করে আপনি EPFO পোর্টাল থেকে PF ব্যালান্স চেক করবেন, সেই সব তথ্য জেনে নিন।

PF Balance Check: PF অ্যাকাউন্টে কত টাকা জমল? ফোন থেকে চটজলদি চেক করার উপায় জেনে নিন
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালান্স চেক করার সহজ পদ্ধতি।
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 11:08 AM
Share

Check PF Balance Online: এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজ়েশন তার গ্রাহকদের একটি ডিজিটাল পাসবুক অফার করে। প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের যে পাসবুকটি অফার করা হয়, তার নাম EPF Passbook। এই পাসবুকে PF অ্যাকাউন্ট সংক্রান্ত থাকে একাধিক জরুরি তথ্য যেমন, কত টাকা জমা হয়েছে, কতটা ইন্টারেস্ট উপার্জন করা গিয়েছে এবং সেই অ্যাকাউন্টের উইথড্রলগুলি। এই ডিজিটাল পাসবুকটি একজন কর্মীর PF ব্যালান্স সংক্রান্ত সব তথ্য তাঁকে ট্র্যাক করতে দেয়। সম্প্রতি EPF-এর সুদের হার বাড়ানো হয়েছে। এমতাবস্থায় বেতনভুক কর্মচারীরা জানতে চাইছেন, তাঁদের PF ব্যালান্স কীভাবে চেক করা যায়। এখন অনলাইনে PF ব্যালান্স সম্পর্কে জানতে আপনাকে UAN নম্বর অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে তা অ্যাক্টিভেট করবেন এবং কীভাবেই বা সেই নম্বর ব্যবহার করে আপনি EPFO পোর্টাল থেকে PF ব্যালান্স চেক করবেন, সেই সব তথ্য জেনে নিন।

ঋণ বা অন্যান্য আর্থিক পরিষেবার জন্য আবেদন করার সময় ই-পাসবুক আপনার PF অবদান এবং ব্যালান্সের প্রমাণ হিসাবে কাজ করতে পারে। যেমনটা আমরা আগেই বললাম, এই সুবিধা অ্যাক্সেস করতে কর্মীদের EPFO ​​পোর্টালে তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) রেজিস্টার এবং অ্যাক্টিভেট করতে হবে। আসুন দেখে নেওয়া যাক, কীভাবে UAN নম্বর সক্রিয় করবেন এবং EPFO ​​পোর্টালে PF ব্যালান্স চেক করবেন।

UAN Number অ্যাক্টিভেট করবেন কীভাবে?

* অফিসিয়াল EPFO পোর্টালে চলে যান।

* সেখানে গিয়ে সার্ভিসেস সেকশন থেকে ‘For Employees’ অপশনটি বেছে নিন।

* পরিষেবার যে তালিকাটি দেখতে পাচ্ছেন, সেখানে ‘Member UAN/Online Service’ অপশনে ক্লিক করুন।

* একটি নতুন উইন্ডো খুলে যাবে, সেখান থেকে ‘Activate UAN’ লিঙ্ক অপশনে ক্লিক করুন।

* আপনার UAN বা মেম্বার আইডি ও তার সঙ্গে আধার নম্বর, নাম, জন্মতারিখ এবং মোবাইল নম্বর দিয়ে দিন।

* এবার ‘Get Authorization Pin’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে।

* সেই OTP দিয়ে দিন এবং ‘ভ্যালিডেট OTP এবং অ্যাক্টিভেট UAN’ অপশনে ক্লিক করুন।

* আপনার মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড পাঠানো হবে, যা আপনি লগইনের জন্য ব্যবহার করতে পারবেন।

* এবার আপনি আপনার UAN এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন এবং সেখান থেকে আপনার EPF পাসবুক ও অন্যান্য পরিষেবার অ্যাকসেস নিতে পারবেন।

EPFO পোর্টাল থেকে আপনার PF ব্যালান্স চেক করবেন কীভাবে?

* প্রথমে EPFO পোর্টালে চলে যান। তার জন্য আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে www.epfindia.gov.in টাইপ করুন।

* হোমপেজের সার্ভিসেস সেকশন থেকে ‘Member Passbook’ অপশনটি সিলেক্ট করুন। মেনু বারে ‘For Employees’ অপশনে ক্লিক করুন। তারপরে ‘সার্ভিসেস’ অপশনটি বেছে নিন। ড্রপ-ডাউন মেনু থেকে ‘Member Passbook’ অপশনটি বেছে নিন।

* এবার UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। মনে রাখবেন, আপনার EPF অ্যাকাউন্ট পাসবুকটি অ্যাকসেস করতে আপনাকে লগইন করতে হবে এবং তার জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। সেই সব তথ্যসমূহ যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি সেগুলি পেতে পারেন আপনার কোম্পানির কাছ থেকে অথবা EPFO ওয়েবসাইটে।

* লগ ইন করার পর মেম্বার আইডি অপশনটি সিলেক্ট করুন এবং ‘ভিউ পাসবুক [ওল্ড: ফুল]’ অপশনে ক্লিক করুন। স্ক্রিনে যে লিস্টটি ডিসপ্লে করা হবে, সেখান থেকে প্রাসঙ্গিক মেম্বাই আইডি দিয়ে দিন। এবার আপনার EPF অ্যাকাউন্ট ডিটেলস সম্পর্কে জানতে ‘View Passbook [Old: Full]’-এ ক্লিক করুন।

* স্ক্রিনে আপনাকে PF ডিটেলস ডিসপ্লে করা হবে। আপনি যখন ‘View Passbook [Old: Full]’ অপশনে ক্লিক করবেন, তখন আপনার EPF অ্যাকাউন্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ব্য়ালান্স দেখে নিতে পারবেন, কতটা টাকা আপনি এখনও পর্যন্ত জমাতে পেরেছেন, আপনার সংস্থা এবং অন্যান্য ট্রানজ়াকশন সংক্রান্ত তথ্যসমূহ।

* পাসবুকটি যদি প্রিন্ট করাতে চান অর্থাৎ আপনার EPF অ্যাকাউন্ট স্টেটমেন্টের হার্ড কপি চান, তাহলে ‘Download Passbook’ অপশনে ক্লিক করুন।